আমাদের কথা খুঁজে নিন

   

হতাশ ক্লান্ত আর নিরাশায় মনোবল ভেঙ্গে গেছে বি,এন,পি জামাতের মনোবল। বুঝতে পারতেছেনা আর কত দিন লড়াই করতে হবে?

i love somewhere blog.

বি,এন,পি জামাতের চলমান আন্দোলন শুরু থেকেই নিষ্কিৃয় ছিল বি,এন,পির নেতা কর্মী আর সমর্তক গণ, গুটি কয়েক বি,এন,পির কর্মী কিছুটা সক্রিয় থাকলেও তা ছিল খুবই দুর্বল, তবে চলমান আন্দোলনকে দুর্দান্ত ভাবে চাঙ্গা রেখে চলেছে জামাত শিবিরের সন্ত্রাসী কর্মকান্ড, সহিংসতা আর নির্মম ভায়োলেন্স সৃষ্টি করে দেশে একটি কিৃত্রিম আরাজকতার পরিস্থিতি সৃষ্টি ছাড়া চলমান আন্দোলনের আর কোন অস্থিত্ব নেই।

দীর্ঘ্য প্রায় ৩/৪ মাস একটানা লাগাতার হরতাল আবরোধ, মিছিল, মিটিং, পিকেটিং, জ্বালাও পোড়াও, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা, নিরহ প্রাণী হত্যা, উদ্ভিদ কর্তন, রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন, গাড়ীতে আগুন, রেল লাইন উপড়ে পেলা আর রেলবগী আর ইঞ্জীন পুড়ানো সহ প্রচুর আওয়ামীলীগ নেতা কর্মীদের কুপিয়ে হত্যাকরেও বর্তমান আওয়ামীলীগ সরকারের দুর্গের একটি ইটও সরাতে সক্ষম হয়নি বি,এন,পি জামাত।

এত দীর্ঘ্য দিন যাবৎ আন্দোলনের নামে নাশকতা আর সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পর হতাশ হয়েগেছে বি,এন,পি জামাত সস্ত্রাসীরা, তারা ঠিক বুঝতে পারতেছে আর কত দিন তাদের এই লাড়াই চালিয়ে যেতে হবে, আনলিমিটেড আর সঠিক দিক নিদের্শনা ছাড়া গতিহীন অজানা গন্তব্য আর কত দিন ছুটতে হবে বুঝতে পারতেছেনা বি,এন,পি জামাতের পিকেটাররা।

ইতিমধ্যে বি,এন,পি জামাতের নেওয়া সবকর্ম কান্ড আর পরিকল্পনা একের পর এক বেস্তে গেছে ব্যার্থতার স্রোতে।

১ ) বি,এন,পি জামাত রুখতে পারেনি কাদের মোল্লার ফাসীঁ।


২) ২৯ শে ডিসেম্বর সর্বশেষ ডেডলাই সুফার ফ্লপ।
৩) লুকিয়ে লুকিয়ে নেতাদের আন্দোলনের নিদের্শনা।
৪) সর্বশেষ মুল টার্গেট ৫ ই জানুয়ারী নির্বাচন ঠেকাতে সম্পূর্ণ ব্যার্থ ।

এই অবস্থা বি,এন,পি জামাতের পিকেটারা আর কত দিন এই আন্দোলন চালিয়ে যেতে হবে তা তারা নিজেরাই নির্ণয় করতে পারতেছেনা। যে চলার পথের নিদিষ্ট কোন শেষ গন্তব্য থাকেনা সেই চলার পথের গতি স্তব্দ আর ব্যার্থতার সহিত একসময় শেষ হয়ে যায় মাঝ পথেই।

এখন বি,এন,পি জামাতের আন্দোলনের পরিণতি তাই হতে যাচেছ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।