আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চতর সরল সমাধান

জনৈক ব্যক্তি সর্বদা হাসিখুশী, চরম রিল্যাক্স থাকেন । একদিন তার সহকর্মী অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন, “ সত্যি করে বলুনতো, আপনি সাংসারিক জীবনে এতটা সুখী থাকেন কি করে ?” সত্যিই জানতে চান ? জানতে চাই মানে, আলবৎ । আরে ভাই ঘর ঠিক তো সব ঠিক । বলেন বলেন… খুব সহজ । আপনার ভাবী যখন যা চায় বিনা বাক্যব্যয়ে তা সরবরাহ করি ।

ভুলেও হুকুম করিনা, না পারতে অনুরোধ করি ! ধরুন চা খেতে ইচ্ছা হোল, নিজে তৈরী করে আগে ওকে এক কাপ দেই, পরে নিজেরটা নিই । ভেজাল লাগার সম্ভাবনাই তো নাই । দোয়া করবেন ভাই….। কৌতুকটি যেমনই হোক । যেখানে চাওয়া নেই সেখানে না পাওয়ার বেদনাও(ভেজাল) নেই ।

এটা একটা চরম শিক্ষা যা জীবনের সকল ক্ষেত্রে সন্দেহাতীত প্রযোয্য । যতটুকু প্রয়োগ করবেন ততটুকুই ফল পাবেন, ততটুকুই সুখী হবেন । সব ক্ষেত্রে করতে পারলে তো কথাই নাই, সুখ আর সুখ…আহ্ কি সুখ !! আপনি কতটুকু প্রয়োগ করছেন সেটাই প্রশ্ন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.