আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়ন প্রাইজমানি ৩৫ লাখ

ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতামূলক মানসিকতা গড়ে তুলতে বিসিবি গত ডিসেম্বরে আয়োজন করেছিল চার দলের বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে দেশের শীর্ষ ৮০ ক্রিকেটারকে নিয়ে এবার আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। বিকেএসপির দুই মাঠে আজ থেকে শুরু হচ্ছে দেশের দ্বিতীয় প্রথম শ্রেণীর ক্রিকেট আসর। বিকেএসপি ২ নম্বর মাঠে ওয়ালটন সেন্ট্রাল জোনের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক ইস্ট জোন এবং ৩ নম্বর মাঠে বিসিবি নর্থ খেলবে প্রাইম ব্যাংক সাউথের বিপক্ষে। এই আসর দিয়েই দুই বছর পর আবারও সাদা পোশাকে খেলতে নামছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা।

অস্ট্রেলিয়া বিগ ব্যাস টুর্নামেন্টে ব্যস্ত থাকায় খেলতে পারছেন না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। খেলবেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবালরা। আসরে অংশ নিতে চার দলই গতকাল সন্ধ্যায় পেঁৗছেছে বিকেএসপি। প্রতিটি ম্যাচ চারদিনের। শ্রীলঙ্কা সিরিজের আগে হবে দুই রাউন্ড।

টি-২০ বিশ্বকাপের পর হবে তৃতীয় রাউন্ড ও ফাইনাল। ফাইনাল ৫ দিনের।

গত মৌসুমে বিসিএলের প্রথম আসর ছিল ডাবল লিগ পদ্ধতির। এবার সিঙ্গেল লিগ। দলগুলো পরস্পরের মুখোমুখি হবে একবার।

তাই কমে গেছে প্রাইজমানি। গত আসরে চ্যাম্পিয়ন প্রাইজ মানি ছিল ৫০ লাখ টাকা এবং রানার্স আপ প্রাইজ মানি ছিল ২৫ লাখ টাকা। এবার চ্যাম্পিয়ন প্রাইজ মানি ৩৫ লাখ টাকা এবং রানার্স আপ ১৫ লাখ টাকা। বিসিবি দিচ্ছে ৩৫ লাখ টাকা করে অংশগ্রহণকারী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে। প্রতিটি দল প্রতিটি ম্যাচের জন্য সর্বোচ্চ ১৫ জনের স্কোয়াড করতে পারবে।

ক্রিকেটারদের ম্যাচ ফি দেওয়া হবে দুই ক্যাটাগরিতে। স্কোয়াডের প্রথম ১২ ক্রিকেটারের প্রত্যেকে পাবেন ৪০ হাজার টাকা করে। বাকি তিন ক্রিকেটার প্রত্যেকে পাবেন ২০ হাজার টাকা করে। ম্যাচ ফি বাড়বে ফাইনালের দুই দলের ক্রিকেটারদের। স্কোয়াডের প্রথম ১২ ক্রিকেটারের প্রত্যেকে পাবেন ৫০ হাজার টাকা করে এবং বাকি তিন ক্রিকেটার পাবেন ২৫ হাজার টাকা করে।

গত মৌসুমে খেলা হয়েছিল গোলাপী বলে। এবার হবে লাল বলে। তবে টুর্নামেন্টকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে পরিবর্তন আনা হয়েছে প্লেয়িং কন্ডিশনে। প্রতি ম্যাচের জয়ী দল পাবে ১৬ পয়েন্ট। ড্র ম্যাচে দুই দল পাবে ৮ পয়েন্ট করে।

কিন্তু প্রথম ইনিংসে এগিয়ে থাকার বোনাস পয়েন্ট এক। এছাড়া ১১০ ওভারে ২০০-২৪৯ রান করলে বোনাস পয়েন্ট এক, ২৫০-২৯৯ রানের জন্য বোনাস পয়েন্ট দুই, ৩০০-৩৪৯ রানের জন্য তিন পয়েন্ট এবং চার পয়েন্ট বোনাস পাবে যদি কোনো দল ৩৫০-৩৯৯ রান করে। ৪০০ রানের উপর করতে পারলে বোনাস পয়েন্ট পাবে পাঁচ। ফিল্ডিং সাইডও পাবে বোনাস পয়েন্ট। ১১০ ওভারের মধ্যে ৩-৫ উইকেট নিলে এক বোনাস পয়েন্ট, ৬-৮ উইকেটের জন্য ২ বোনাস পয়েন্ট, ৯-১০ উইকেটের জন্য বোনাস পয়েন্ট ৩।

ম্যাচ পরিত্যক্ত হলে দুই দলই পাবে তিন পয়েন্ট করে।

বিসিবির বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পরই জানিয়েছিল, মৌসুম জুড়ে খেলা মাঠে গড়ানোর। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বিসিবি প্রথমেই আয়োজন করে জাতীয় দল ও এ দলের তিন ম্যাচের টি-২০ সিরিজ। এরপর আয়োজন করে চার দলের বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। অনেক টালবাহানার পরও শেষ করে প্রিমিয়ার ক্রিকেট।

এবার আয়োজন করছে লঙ্গার ভার্সান আসর বিসিএল। টাইগার অধিনায়ক মুশফিক শ্রীলঙ্কা সিরিজের আগে বিসিএল আয়োজনকে স্বাগত জানিয়েছেন, 'নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার পর আমরা অনেকদিন ধরে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলছি না। বিসিএল আয়োজন করে বিসিবি ভালো কাজ করেছে। শ্রীলঙ্কা সিরিজের আগে এটা খুবই কাজে লাগবে ক্রিকেটারদের। '

দুই টেস্ট, তিন ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলতে ২৪ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা শ্রীলঙ্কার।

অবশ্য এই সিরিজ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল টানাপড়েন। যদিও দুবাইয়ে আইসিসির সভায় সফরের বিষয়ে পজিটিভ উত্তর দিয়েছে শ্রীলঙ্কা। তারপরও একটা 'কিন্তু' থেকেই যাচ্ছে। সেটা ১৩ জানুয়ারি শ্রীলঙ্কান নিরাপত্তা পরিদর্শকের আসার পরই স্পষ্ট হবে।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.