আমাদের কথা খুঁজে নিন

   

আমরাই তো আসল চ্যাম্পিয়ন!

কাপুরুষের শেষ আশ্রয় হল দেশপ্রেম মাত্র ২ রানে হার! শিরোপা থেকে মাত্র ২ রানের ব্যবধান খুব একটা বেশি নয়। এশিয়া কাপের শুরুতে ৪ দলের মধ্যে সবচেয়ে নিচের দল ছিল বাংলাদেশ। সেই দলটিই কিনা সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল। ফাইনালে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে প্রায় নাস্তানাবুদ করে ফেলেছিল। শাহাদতের শেষ ওভারটিই যা সর্বনাশ করে দিল! মুশফিকের এই একটি ভুল সিদ্ধান্তের কড়া মাশুল দিতে হল আমাদের! এক হিসেবে চ্যাম্পিয়ন কিন্তু বাংলাদেশই! (এই পোস্ট লেখার সময় দেখলাম পাকিস্তানী ক্যাপ্টেন মিসবাহও সেই কথাটিই বললেন) এই এশিয়া কাপে এক অন্য বাংলাদেশ টিম দেখল গোটা বিশ্ব।

যে টিমটা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব ক্ষেত্রে বিস্ময়কর উন্নতির পরিচয় দিয়েছে। তামিম-সাকিব-নাসিরদের ব্যাটিংয়ে ধারাবাহিকতা বিশ্বের সেরা দলগুলোর চেয়ে কোন অংশে কম নয়। পাশাপাশি মাশরাফি-নাজমুল-রাজ্জাকের বোলিংও ছিল অসাধারণ! মাশরাফি এই টুর্নামেন্ট থেকে নিজেকে ফিরে পেল- সেটা আমাদের জন্য খুবই স্বস্তির! আমি খেলাধূলাকে রাজনীতি ও রাষ্ট্রনীতির বাইরে রাখার পক্ষপাতী। ভারত, পাকিস্তান, শ্রীলংকা- উপমহাদেশের এই তিনটি দেশের ক্রিকেট স্পিরিট থেকে বাংলাদেশের ক্রিকেট অনুপ্রেরণা পেয়েছে- সেটা অস্বীকার করার উপায় নেই। ভারতের আগ্রাসী নীতির বিরুদ্ধে মাঠে বা মাঠের বাইরে প্রতিবাদ অবশ্যই করতে হবে- কিন্তু খেলার হারজিতের সাথে সেটার কোন সম্পর্ক কল্পনা করা উচিত মনে করি না।

একই কথা পাকিস্তান দলের ক্ষেত্রেও প্রযোজ্য। মাঠের লড়াই মাঠেই সীমাবদ্ধ রাখা উচিত। ঢিল মারলে পাটকেল খেতে হবে- সেটা কারোই ভাল লাগার কথা নয়। বাংলাদেশ দল এই টুর্নামেন্টে প্রত্যাশার চেয়ে অনেক বেশি দিয়েছে। আমরা আর পিছনে ফিরে তাকাবো না।

আমরা এখন এশিয়া কাপের মত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি- এর চেয়ে বেশি পাওয়া আর কি হতে পারে? গুডলাক বাংলাদেশ!  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।