আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীকে ঘিরে রেখেছে গুপ্ত পদার্থ

তাত্ত্বিক পদার্থ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুপ্ত পদার্থ বা ডার্ক ম্যাটার (Dark Matter)। ধারণা করা হয়, মহাবিশ্বের ভরের পাঁচ ভাগের চার ভাগের জন্যই দায়ী ডার্ক ম্যাটার। জিপিএস স্যাটেলাইট মারফত ডাটা ব্যবহার করে জানা যায়, পৃথিবীকে চক্রাকারে ঘিরে রয়েছে অদ্ভূত কিছু পদার্থ যা পৃথিবীর অধিক ভরের জন্য দায়ী। সম্প্রতি এমন তথ্য জানান টেক্সাস ইউনিভার্সিটির প্রফেসর বেন হেরিস ।

জ্যোতির্বিজ্ঞান গুপ্ত পদার্থ বা অদৃশ্য পদার্থ বা তমোপদার্থ এক ধরণের অনুকল্পিত (hypothesized) পদার্থ যার প্রকৃতি এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি।

অন্য পদার্থের সাথে এরা কেবল মহাকর্ষ বলের মাধ্যমে ক্রিয়া করে বলে ধারণা করা হয়। সে হিসেবে এদেরকে সনাক্ত করার একমাত্র উপায় এদের মহাকর্ষীয় প্রভাব।

এরা তড়িচ্চুম্বকীয় তরঙ্গ (যেমন: আলো) নিঃসরণ বা শোষণ কোনটাই করে না। এমনকি এরা এসব তরঙ্গের সাথে কোনও ধরনের মিথস্ক্রিয়াই করে না। তাই দূরবীণ দিয়ে এদের সরাসরি দেখার কোনও উপায় নেই।

ধারণা করা হয়, গুপ্ত পদার্থ মহাবিশ্বের মোট পদার্থের ৮৩% এবং মোট ভর-শক্তির ২৩%।

ডার্ক ম্যাটার দেখা না গেলেও কিংবা শতভাগ প্রতিষ্ঠিত না হলেও এই সম্পর্কিত ধারণা বিজ্ঞানী সমাজে প্রচলিত রয়েছে। এর ওপর ভিত্তি করেই অনেক সূত্র তৈরি করা হয়েছে, প্রমাণ করা হয়েছে সূত্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.