আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীকে শীতল করবে গ্যাস বেলুন

দিয়ে ছিলে যা নিয়ে নিতে পার, লেখা কবিতা গাওয়া গান যত, খুজে দেখো না পাবে না কেউ আমার মত... বিশালাকৃতির একটি হিলিয়াম বেলুন এবং ১৪ মাইল দীর্ঘ হোস পাইপ ব্যবহার করে পৃথিবীকে শীতল করার পরিকল্পনা করছেন যুক্তরাজ্যের গবেষকরা। এ প্রকল্পে সূর্যের আলো কম প্রতিফলিত করে পৃথিবীকে কৃত্রিম উপায়ে শীতল করবেন গবেষকরা। খবর ডেইলি মেইল-এর। গ্যাস বেলুন এবং হোস পাইপ মিলিয়ে এ প্রকল্পটি দাঁড়াবে অনেকটা আগ্নেয়গিরির মতোই। বৈশ্বিক উষ্ণতার সমাধান হিসেবে কৃত্রিম এই ভলকানো বা আগ্নেয়গিরি একটি ভালো সমাধান হতে পারে বলেই মনে করছেন গবেষকরা।

পরিকল্পনা অনুসারে, ওয়েম্বলি স্টেডিয়াম আকারের একটি হিলিয়াম গ্যাস বেলুনকে ১৪ মাইল দীর্ঘ হোস পাইপ যুক্ত করে স্ট্যাটোস্ফিয়ারের ওপর ছাড়া হবে। এ হোস পাইপের মধ্যে দিয়ে বিভিন্ন রাসায়নিক পদার্থ পাম্প করে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়া হবে। এ রাসায়নিক পদার্থের মধ্যে থাকবে সালফেট এবং অ্যারোসল। এ রাসায়নিকগুলো সুর্যের আলো প্রতিফলিত করে মহাশুন্যে ফেরত পাঠাবে। গবেষকরা বলছেন, এ প্রকল্পটি হবে অনেকটাই পৃথিবীতে ঘটা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো।

গবেষকরা এ প্রকল্পের নাম দিয়েছেন, ‘স্পাইস’ বা স্ট্র্যাটোস্ফেরিক পার্টিকেল ইনজেকশন ফর ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং। এ প্রকল্পটি জিও ইঞ্জিনিয়ারিংয়ের আওতাভুক্ত। চূড়ান্ত করার আগে প্রকল্পটি পরীক্ষা করে দেখছেন গবেষকরা। গোপন কোনো স্থানে মাটি থেকে আধ মাইল ওপরে একটি বেলুন উড়িয়ে এ গবেষণা করার পরিকল্পনা করছেন তারা। অক্টোবর মাসে এ পরীক্ষা চালানো হবে।

গবেষকরা জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতা রোধের এ প্রকল্পটি পরিবেশবান্ধব এবং সাশ্রয়ী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.