আমাদের কথা খুঁজে নিন

   

মালোপাড়ায় হামলা : একজনের স্বীকারোক্তি

যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা মালোপাড়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ওই মামলায় আটক মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি। গতকাল যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমী আহমেদ তার জবানবন্দি রেকর্ড করেন। আদালত সূত্র জানায়, মোহাম্মদ আলী তার জবানবন্দিতে উল্লেখ করেছেন, তিনি নিজে ও অভয়নগর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মাবুদ, মাহফুজ, সাইদুলসহ চার গ্রামের শতাধিক লোক মালোপাড়ায় ভাঙচুর, লুটপাট ও অগি্নসংযোগের সঙ্গে জড়িত। তিনি আরও বলেছেন, ৫ জানুয়ারি ভোট দেওয়াকে কেন্দ্র করে মালোপাড়ার সরকার ও অসীমের সঙ্গে মাবুদসহ কয়েকজনের গোলযোগ হয়।

মাবুদ, মাহফুজ, সাইদুল মীমাংসার কথা বলে শতাধিক লোক নিয়ে ওই গ্রামের যান। খবর পেয়ে আগেই মালোপাড়ার বাসিন্দারা পালিয়ে যান। গ্রামে লোকজন না পেয়ে তারা ক্ষিপ্ত হয়ে ভাঙচুর, লুটপাট ও অগি্নসংযোগ করেন। জবানবন্দি গ্রহণ শেষে বিচারক মোহাম্মদ আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিজেকে জড়িয়ে মোহাম্মদ আলীর জবানবন্দি দেওয়ার কথা নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি এমদাদ হোসেন।

উল্লেখ্য, দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ৫ জানুয়ারি সন্ধ্যায় একদল দুর্বৃত্ত অভয়নগরের চাপাতলা মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগি্নসংযোগ করে। এ ঘটনায় পুলিশ ৩৯ জনের নাম উল্লেখসহ আড়াই শ জনকে আসামি করে মামলা করে। এ মামলায় এ পর্যন্ত ৪৬ জনকে আটক করেছে পুলিশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.