আমাদের কথা খুঁজে নিন

   

পাগলের সুখ মুখে মুখে



উপসংহারে বলা যায় 'আমরা আমরা-ই তো'

ঘটনা ১:
১ম ব্যাক্তি: জান আল্লাহ কি পারে? আল্লাহ ইচ্ছা করলে তোরে এখান থেকে তুইলা নিতে পারে
২য় ব্যাক্তি: ইস্‌ !! আল্লাহ ইচ্ছা করলে তোরে ধইরা একটা আছাড় মারতে পারে
৩য় ব্যাক্তি: আরে আল্লাহ ইচ্ছা করলে এই পৃথিবীটা ধইরা আছাড় মারতে পারে
একসাথে তিনজন: আল্লাহ ইচ্ছা করলে সবকিছু করতে পারে।
বিঃদ্রঃ এটা কোন প্রাপ্ত বয়স্ক লোকের আলোচনা ছিলনা। তিনজনই ছিল অপ্রাপ্ত বয়স্ক লোকের আলোচনা

ঘটনা ২:
তখন বাংলাদেশে নায়িকা হিসেবে 'পপি' খুব জনপ্রিয়। বরিশাল শহরে এক স্মার্ট পাগল সারাদিন শহরে হেঁটে বেড়াতো আর জোরে জোরে চিল্লাত 'পপি পপি পপি, বিশ্ব নায়িকা পপি'। পপি কখনো জানতে পারছে কিনা জানি না।

তবে রাস্তার পাশের অনেকেই ঐ পাগলকে দেখে বলে উঠত 'পপি পপি পপি, বিশ্ব নায়িকা পপি'। পপি শুনুক আর না-ই শুনুক রাস্তার পাশের সবাই এই ডায়লগ কে একটা কমেডি আইটেম হিসেবে নিত।

কাজের কথায় আসি ১৩-০১-২০১৩ তারিখ 'Saima wazed Putul - সায়মা ওয়াজেদ পুতুল' https://www.facebook.com/Saima.Wazed.Putul.2013 নাকম একটা ফেন পেইজে দেখলাম 'রাশিয়া, চীন , ভারত এবং আরও অনেক দেশ এই সরকারকে অভিনন্দন জানিয়েছে!! এতে কি বোঝা যাচ্ছে??'
প্রশ্ন হল আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতের ভূমিকা এবং আ। লীগের সাথে ভারতের সম্পর্কের ব্যাপারে আমরা সবাই আন্দাজ করতে পারি। কেউ কেউ মনে করে আ।

লীগের এই খামখেয়ালী বেহায়াপণা ও জাতিকে কলঙ্কের তিলক লাগানোর প্রধান অনুঘটক হিসেবে ভারত কাজ করে। বিনিময়ে আমাদের সবচেয়ে বড় বানিজ্যিক খাত পোশাকখাতের ৩০% বাজার ইতিমধ্যে দখল করছে।
রাশিয়া: রাশিয়ার নিজেদের রাজনৈতিক অবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃন্য দেশগুলোর একটি। তাছাড়া রাশিয়ার কার্যত মিত্র ভারত ছাড়া কেউ আছে বলে হয় না।
চায়না: চায়না বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ চষমখোরদের একটি, তারা তাদের বাজার ধরে রাখার জন্য যেকোন ভূমিকা পালন করতে পারে।

তাছাড়া যাদের নিজেদের গনতন্ত্র নাই তারা তো কারো গনতন্ত্র ধ্বংস হলে খুশী হবেই।
কাজেই উপসংহারে বলা যায় 'আমরা আমরা-ই তো'। অনেকটা ছোট বেলার রান্না-বাটি খেলার মত; বালু দিয়ে রান্নার অভিনয় করে মুখের কাছে খাওয়ার অভিনয় করে খুব স্বাদ হয়েছে এমন ভাব করা।
অন্যদিকে হাসিনার মুখে শোনা যায়, আমি কারো কাছে (দেশি/বিদেশী) মাথা নোয়াই না (আল্লাহর কাছেও না?)।
নির্বাচন খেলার আগে শুনছি 'এই নির্বাচন প্রতিহত করার ক্ষমতা করো নাই' (আল্লাহর ও নাই?)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।