আমাদের কথা খুঁজে নিন

   

মেনন কেবলা হুজুর ও মাওলানা সাইদি

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

আজ একটি অদ্ভুত দৃশ্যে নির্বাক হইয়া চাহিয়া রহিলাম । ইহা অনাকাংখিত নহে তবে তাহা দেখিলে ওই মস্ত বাক্য মনে পড়িয়া যায় , তাহা হইল ধর্মের কল বাতাসে নড়ে । ইতিপূর্বে অনেকেই ইহা নাড়াইয়াছেন তবে আজ কম্যুনিস্ট রাশেদ খান মেননের মাথায় টুপি ও মুখে নবীর বয়ান শুনিয়া বেশ তাজ্জব বোধ করিলাম । কাজি জাফর যখন টুপি মাথায় পটিয়ার পীরের পদতলে বসিয়া ছিল ইহার পূর্বেই আমি জানিতাম কম্যুনিস্টদের কেবলা তিনটি ১ পিকিং ২ মস্কো ৩ মক্কা । মেজর জলিল বহু লোককে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের পতাকাতলে আশ্রয় দিয়া নিজে টুপি লাগাইয়া ইসলামের সেবায় নামিয়া গেলেন ।

তিনি মুক্তিযুদ্ধের কয়েক বছর পর তাহার পুণ্যভূমি পাকিস্তানেই এন্তেকাল করেন । কম্যুনিস্ট এবং মুসলিমদের মধ্যে একটি বিষয়ে ফারাক আছে তাহা হইল আল্লাহর প্রতি বিশ্বাস । এ ছাড়া তাহাদের ধ্যান ধারনায় কোন তফাৎ নাই । আজাবধি কোন মুসলিম দলভুক্তকে কেবলা পরিবর্তন করিতে দেখি নাই । মেনন হুজুর কেবলা বেশ ভালই ওয়াজ নসিহত করিলেন কিন্তু তাহাকে সাইদির দরাজ কণ্ঠের কাছাকাছি পহুছিতে হইবে ।

খুব শীঘ্রই সাইদির ফাঁসী হইয়া যাইবে তখন মাঠ খালি থাকিবে এবং মেনন কেবলা হুজুর বিলম্ব না করিয়া ওয়াজ মেহফিলে দেশ মাতাইবেন । শাহজাহানপুরের নারীদের সান্ত্বনা দিয়া বলিতে হইবে এক সাইদি লোকান্তরে লক্ষ মেনন ঘরে ঘরে । চাদের দিকে কঠিন নজর রাখিবেন কখন হুজুরের বদন ভাসিয়া উঠে !!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।