আমাদের কথা খুঁজে নিন

   

ক্লাব কাপ হকিতে ঊষার শিরোপা অক্ষুন্ন

এই প্রতিযোগিতা এটা ঊষার চতুর্থ শিরোপা। গতবারের আগে ১৯৯৭ ও ১৯৯৯ সালেও চ্যাম্পিয়ন হয়েছিল তারা। গতবারও ফাইনালে ঊষা আবাহনীকে হারিয়েছিল।

বুধবার এগিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ঊষাকে। চতুর্থ মিনিটে কৃষ্ণ কুমারের পাস থেকে রিভার্স হিটে গোল করেন ফজলে হোসেন রাব্বি।



প্রথমার্ধে আর গোল হয়নি।

৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মঈনুল ইসলাম কৌশিক। মাকসুদুল আলম হাবুলের পাস থেকে কৌশিকের হিট গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে জালে চলে যায়।

৬৬ মিনিটে ঊষাকে ৩-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক কৃষ্ণ কুমার। সারোয়ার হোসেনের হিট আবাহনীর গোলরক্ষকের পায়ে লেগে ফিরে এলে কৃষ্ণর রিভার্স হিট পুরনো ঢাকার ক্লাবটির শিরোপা নিশ্চিত করে দেয়।



শেষ বাঁশির মিনিট খানেক আগে হাসান জোবায়ের নিলয়ের পাস থেকে পুষ্কর খীসা মিমো চমৎকার হিটে গোল করলেও তা আবাহনীকে সান্ত্বনা ছাড়া আর কিছু দিতে পারেনি।

শিরোপা জিতে উচ্ছ্বসিত ঊষার কোচ মামুনুর রশিদ। খেলা শেষে তিনি বলেন, “খেলোয়াড়রা সাধ্যের সবটুকু দিতে পেরেছে বলেই আবাহনীর মতো শক্তিশালী দলকে হারানো সম্ভব হয়েছে। আর আমরাও শিরোপা জিততে পেরেছি। ”

অন্যদিকে আবাহনীর কোচ মাহবুব হারুন হতাশ কণ্ঠে বলেন, “ফাইনালের মতো ম্যাচে খেলোয়াড়রা নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেনি।

তাই আমাদের পক্ষেও জেতা সম্ভব হয়নি। তবে ঊষা ভালো খেলেই জিতেছে। ”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।