আমাদের কথা খুঁজে নিন

   

দক্ষিণ সুদান: বাঁচতে গিয়ে মরল ২ শতাধিক মানুষ

দক্ষিণ সুদানের সামরিক বাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের মঙ্গলবার একথা জানিয়েছেন।

তিনি বলেন, “শ্বেত নীল’ নদে ডুবে যাওয়া ফেরিটিতে দুইশ’ থেকে তিনশ’ যাত্রী ছিল। তাদের মধ্যে নারী ও শিশুও আছে। ফিরিটি অতিরিক্ত যাত্রী বহন করছিল”।

সেনা মুখপাত্র বলেন, নদী তীরবর্তী মালাকালে চলমান সংঘর্ষ থেকে বাঁচতে ফেরিতে করে পালাতে চেয়েছিল তারা। কিন্তু দুর্ঘটনায় সবাই পানিতে ডুবে যায়।

দক্ষিণ সুদানের বিভিন্ন স্থানে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। ‘আপার নীল’ অঞ্চলের মালাকাল শহরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে।

গত ১৫ ডিসেম্বর থেকে দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক ম্যাকারের অনুগত যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ শুরুর পর থেকে এ পর্যন্ত বহু মানুষ হতাহত এবং উদ্বাস্তু হয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.