আমাদের কথা খুঁজে নিন

   

বাদশা হুমায়ূন

চলুন,দেশের জন্য একটি হলেও ভাল কাজ করি।

বাদশা হুমায়ুন ইতিহাস হয়েছেন অনেক আগেই। কিন্তু বাংলা সাহিত্যের বাদশা হুমায়ুন আহমেদ তার লক্ষ-কোটি পাঠককে কাঁদিয়ে তিনি এখন ইতিহাস!
এই অভাগা জাতিকে যে মানুষটি জ্যোৎস্না ও বর্ষা কে চিনতে শিখিয়েছেন, উপভোগ করতে শিখিয়েছেন। সেই মানুষটি চলে গেলেন ঘুটঘুটে অন্ধকারে। চান্নি পোসর রাত তার সঙ্গী হল না।

তবে বর্ষা তাকে মনে রেখেছিলো, তাইতো অঝরে ঝরেছিল তার মৃত্যুতে।
এখনও আমি কেমন একটা ঘোরের মধ্যে আছি। আমার এখনও মনে হয় স্যার বেঁচে আছেন। কোন এক সময় ঘুম থেকে উঠে বলবেন- “ ওই মিয়ারা এটা কি করেছ? আমার দম নিতে কষ্ট হয়। তাছাড়া ওখানেতো কাগজ-কলম কিছুই নাই, এদিকে মাথায় গল্প গিজগিজ করতাছে।

দাউ দেখি কাগজ- কলম”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।