আমাদের কথা খুঁজে নিন

   

অদৃষ্ট (উত্সর্গ-জ্বিনের বাদশা ভাই কে)

সময়... অনাদি... হতে... অনন্তের... পথে...

অদৃষ্টের লিখনটা এতো মজবুত ছিলো যা তোমার কাছে আটকে গেলো অনায়াসে। কখনো কি দেখেছো গভীর দৃষ্টি মেলে নীল আকাশের এক নত্র জ্বলে, কখনো কি বুঝতে চেষ্টা করেছ তুমি ? কতো ব্যাথা নিয়ে সে জেগে থাকে নিরবে আলো বিলিয়ে যায়। কেউ কি বুঝে তার জ্বালা জুড়াবে কিসে ; নীরবে, নিভৃতে চেয়ে থাকে পৃথিবীর বুকে, শূন্যতা আছে, আছে হতাশা ভাবের সাগরে ডুবে থাকে তার অস্থির মৌনতা। তবুও আলো বিলিয়ে যায় একদিন ঝরে যাবে ভালোবাসার সেই পিদিম নীল আকাশ থেকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।