আমাদের কথা খুঁজে নিন

   

পাকিস্তানে তাবলিগ কেন্দ্রের ওপর বোমা হামলা

বাতিল কে না বলি, সত্যকে আকঁড়ে ধরি ......

পাকিস্তানে এবার বোমা হামলা চালানো হলো তাবলিগ কেন্দ্রের ওপর। এতে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে এ বোমা হামলা চালানো হলো। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এ হামলা চালানো হয় বলে দ্য ডন জানিয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পেশোয়ারের পাজ্জাগি রোডে অবস্থিত তাবলিগ জামাতের প্রতিষ্ঠান তাবলিগি মারকাজে জুমার নামাজের আগের রাতে প্রায় হাজারখানেক ধর্মপ্রাণ মুসলি্ল সমবেত হয়েছিলেন।

খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী শওকত ইউসুফজাই জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০ জন। এ ছাড়া আহত অবস্থায় ৬৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানা গেছে।

প্রায় পাঁচ কেজি বিস্ফোরক একটি ঘিয়ের কৌটায় রাখা ছিল। এরপর দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন।
- See more at: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.