আমাদের কথা খুঁজে নিন

   

বেচে আছি



ট্রেনের ভিতর খালি গলায় এখন হয়না গান '
ট্রযাকের উপর মিউজিক চলে,ছড়িয়েছে বিজ্‌ঞান !
থার্ড ক্‌লাস গিয়ে সেকেন্‌ড ক্‌লা,তবুও জায়গা নেই,
নব বিজ্‌ঞান,তবু যেন দেখি,ট্রেন চলে দেরীতেেই !
বাদুর-ঝুলা মানুষ হলো-আলুর বস্‌তা পঁচা ,
ঘামে চিপ-চিপ দাদুর হলো,মরার মতো দশা !
ভীড়ের মাঝেই গামছা,কলম,কবিরাজের দল,
বিকোয় যতো সস্‌তা দামে,নব-নতুন ফল !
সকালের বাবু বিকালে ফিরে,গরীব বেশে ঘরে,
বল্‌লে কথা বাবুর মেজাজ,এইমারে - সেইমারে!
আজ হরতাল,কাল ছিনতাই,পরশু বাতিল ট্রেন,
ঘন্‌টার পর ঘন্‌টা লাগে,'দেশযে হারায় ব্রেণ'!
প্রগতির তবু শেষ নেই কোথা',লাভেই চলছি ভাই,
সুবিধা বিনাই বাড়াবো ভাড়া,আরোযে প্রগতি চাই !
দূর্ঘটনা তোলাই থাকুক,লাভ নেই বলে আর ,
তবুও এ ট্রেন বন্‌ধ হলেই,মেতে উঠে হাহাকার !!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.