আমাদের কথা খুঁজে নিন

   

বেচে আছি আমি নেই সে.......

মানুষ ভালোবাসতেই জানে শুধু। ভালোবাসার মানুষকে ভুলতে জানেনা। ভালোবাসা ­টা হলো ঠিক আমাদের সামনের সমুদ্রস্রোতের মত। বারবার ফিরে আসে, ধাক্কা দিয়ে যায় ভেতরটাকে। সমুদ্র ­কখনো শুকিয়ে যাবেনা, স্রোতটাও কখনো হারাবেনা।

Happy Fools Day বিশ্বাসতো করি নাই জানি আমার মত সব মুসলিমরা এটা কখন বিশ্বাস করবে না কারণ আমার আমাদের আল্লাহ্‌ এবং কুরআন এর কথা ছাড়া অন্য কিছু বিশ্বাস করি না এবং করতে পারব না। যাই হোক আজকের দিনে অনেক মারা গেছে সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ি। চার দিন আগে পৃথিবীতে এসে সবাইকে খুশি করে ছিল আমার এক ভাইয়ের ছেলে সবাই অনেক অনেক খুশি হয়ছিল ভাগ্যের কি পরিহাস এই ছোট্ট নিস্পাপ শিশুটি চার দিন পর এই নিষ্টুর পৃথিবী ছেড়ে চলে গেছে। এই ছোট্ট শিশুটি হৃদরোগ ধরা পড়ে কিন্তু থাকে বাঁচানো গেল না। ঢাকা ন্যাশনাল হাসপাতালে মৃত্যুবরণ করে,শিশুটির মা আমার ভাবি বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে আছে যেখানে শিশুটির জন্ম হয়েছিল।

মা এখন অসুস্থ অবস্থায় হাসপাতালে আছে । সবাই তার জন্য এবং তার মায়ের জন্য দোয়া করবেন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.