আমাদের কথা খুঁজে নিন

   

সেরেনার পথ ধরে শারাপোভা

অস্ট্রেলিয়া ওপেন একের পর এক চমক উপহার দিয়েই চলেছে। সেই সঙ্গে ভেঙ্গে যাচ্ছে ভক্তদের হৃদয়ও। মেয়েদের এককে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামসের বিদায়ের পর এবার বিদায় নিলেন তৃতীয় বাছাই রুশ কন্যা মারিয়া শারাপোভাও। গতকাল তিনি স্লোভাক তরুণী ডমিনিকা চিবুলকভার কাছে ৩-৬, ৬-৪, ৬-১ হেরে বিদায় নিয়েছেন চতুর্থ রাউন্ড থেকেই। তবে মেয়েদের একরে দ্বিতীয় বাছাই বেলারুশ তরুণী ভিক্টোরিয়া আজারেঙ্কা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।

তিনি যুক্তরাষ্ট্রের সোলেন স্টিফেনকে হারিয়েছেন ৬-৩, ৬-২ গেমে। এছাড়া মেয়েদের এককের পঞ্চম বাছাই পোলিশ তরুণী অ্যাগনিয়েস্কা র্যাডওয়ানস্কা এবং ১১তম বাছাই রুমানিয়ান তরুণী সিমোনা হ্যালেপও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন। সেরেনা ও শারাপোভার বিদায়ে অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের এককে ফেভারিট হিসেবে টিকে রাইলেন আজারেঙ্কা ও চীনা তারকা লি না।

মেয়েদের এককে দুর্ঘটনা ঘটে চললেও পুরুষ একক চলছে আপন গতিতেই। গতকাল পুরুষ এককের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছেন শীর্ষ বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল, চতুর্থ বাছাই অ্যান্ডি মারে এবং ষষ্ঠ বাছাই সুইস তারকা রজার ফেদেরার।

কোয়ার্টার ফাইনালে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে মুখোমুখি হচ্ছেন রজার ফেদেরারের! চতুর্থ রাউন্ডে ফেদেরার ৬-৩, ৭-৫, ৬-৪ গেমে উড়িয়ে দিয়েছেন ফরাসি তারকা জো-উইলফ্রেড সঙ্গাকে। অ্যান্ডি মারে চতুর্থ রাউন্ডে ৬-১, ৬-২, ৬-৭ (৬/৮), ৬-২ গেমে হারিয়েছেন ফ্রান্সের স্টিফেন রবার্টকে। শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ৭-৬ (৭/৩), ৭-৫, ৭-৬ (৭/৩) গেমে হারিয়েছেন জাপানের নিশিকুরিকে। নাদাল কোয়ার্টার ফাইনালে খেলবেন বুলগেরিয়ার দিমিত্রভের সঙ্গে। দিমিত্রভ চতুর্থ রাউন্ডে স্পেনের রবার্তোকে ৬-৩, ৩-৬, ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন।

রজার ফেদেরার ও অ্যান্ডি মারে ক্যারিয়ারে মোট ২০বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে ১১বার জয় পেয়েছেন অ্যান্ডি মারে! তবে গ্র্যান্ডস্লামের আসরে ৩বারের সাক্ষাতে তিনবারই জিতেছেন সুইস তারকা রজার ফেদেরার। এই রেকর্ডটাই কোয়ার্টার ফাইনালে মারের বিপক্ষে এগিয়ে রাখবে ফেদেরারকে। সাবেক এই এক নম্বরের জন্য অবশ্য কোয়ার্টার ফাইনালেই নয়, সেমিফাইনালেও রয়েছে চ্যালেঞ্জ। অ্যান্ডি মারেকে টপকাতে পারলে নাদাল দাঁড়িয়ে যাবেন বাধার পাহাড় হিসেবে!

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.