আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবির নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্ট আইসিসি

কিছুদিন আগে শ্রীলঙ্কার দুই সদস্যের নিরাপত্তা প্রতিনিধি পরিদর্শন করে গেছেন বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। সন্তোষ প্রকাশ করেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিরাপত্তা পরিকল্পনা দেখে। গতকাল টি-২০ বিশ্বকাপের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক হয়েছে র্যাডিসন হোটেলে। সেখানে বিসিবি থেকে নিরাপত্তা পরিকল্পনা জানানো হয় উপস্থিত ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আইসিসির প্রতিনিধিদের। বিসিবির নিরাপত্তা পরিকল্পনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন উপস্থিত প্রতিনিধিরা।

গতকালের সভায় অংশ নেওয়ার জন্য টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পাওয়া সবগুলো দেশকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। বিসিবির আমন্ত্রণে সাড়া দেয় মাত্র আইসিসিসহ ৫ দেশ। তাদেরকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টি-২০ বিশ্বকাপ, এশিয়া কাপ ও শ্রীলঙ্কা সিরিজের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনা জানানো হয়। বিসিবির প্রস্তাবিত পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন উপস্থিত প্রতিনিধিরা। সভা শেষে মিডিয়ার মুখোমুখিতে তেমন সন্তুষ্টির কথাই জানিয়েছেন বিসিবির সভাপতি, 'আমরা সভায় টি-২০ বিশ্বকাপসহ অন্যসব টুর্নামেন্টের নিরাপত্তা বিষয়ক পরিকল্পনার কথা উপস্থাপন করেছি।

এছাড়া এই পরিকল্পনা আমরা আইসিসির কাছেও পাঠিয়েছি। সভায় দলগুলো তাদের বক্তব্য জানিয়েছে। আমি মনে করি আমাদের পরিকল্পনায় সবাই সন্তুষ্ট হয়েছেন। '

গত কয়েক মাসের রাজনৈতিক সহিংসতায় শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপ ভেস্তে যেতে বসেছিল। কিন্তু বিসিবি প্রধান ক্রিকেট কূটনীতিতে জয় করেন সবকিছু।

ফলে সিরিজ এবং বাকি দুই টুর্নামেন্ট আয়োজনে কোনো শঙ্কা নেই আপাতত। তারপরও বিসিবি অন্যান্য দেশ থেকে পরিকল্পনা চেয়েছেন, 'সভায় কোনো মেজর পয়েন্ট উত্থাপিত হয়নি। আমাদের দেশে রাজনৈতিক সহিংসতা ছিল। কিন্তু এখন সেটা নেই। আমাদের নিরাপত্তা পরিকল্পনা যথেষ্ট শক্তিশালী।

এছাড়া সরকারও নিরাপত্তা দিবে। আমাদের নিরাপত্তা পরিকল্পনায় তারা পুরোপুরি সন্তুষ্ট বলেই আমি মনে করি। '

 

 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.