আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবির আলোচিত নির্বাচন আজ

দেখতে দেখতে ৪১ বছরে পা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বাধীনতার পর '৭২ সালে জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ সংস্থার অধীনে যাত্রা শুরু ক্রিকেট বোর্ডের। সেই বোর্ড আজ বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ক্রীড়া ফেডারেশন। বোর্ডের স্থায়িত্বকাল চার দশকের ওপর। কিন্তু এখন পর্যন্ত নির্বাচন হয়েছে মাত্র চারবার।

আজ পঞ্চম নির্বাচন। নির্বাচন হবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) টাওয়ারের ষষ্ঠ তলায়, সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে জয়ী প্রার্থীদের নাম আজই ঘোষণা করবে এনএসসি। এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৯ পরিচালক। আজ ৭১ কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবেন ৪ পরিচালক।

ক্যাটাগরি-এ-তে ঢাকা বিভাগে নির্বাচন করছেন বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় এবং ক্যাটাগরি-সি-তে জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক খালেদ মাহমুদ সুজন ও গাজী আশরাফ হোসেন লিপু।

বিসিবির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৭ সালে। দ্বিতীয় নির্বাচন ২০০১ সালে, তৃতীয়টি ২০০৪ সালে এবং সব শেষটি ২০০৮ সালে। আজকেরটিসহ পাঁচ নির্বাচনের প্রথম তিনটির সঙ্গে শেষ দুটির রয়েছে নীতিগত পার্থক্য। প্রথম তিন নির্বাচনে কাউন্সিলররা ভোট দিয়েছিলেন সব প্রার্থীকে।

২০০৮ সালে প্রথমবার পরিবর্তিত হয় নির্বাচন প্রক্রিয়া। নির্বাচন হয় এ, বি ও সি_ এ তিন ক্যাটাগরিতে। এবারের নির্বাচনে তিন ক্যাটাগরিতে ২৩ পরিচালক নির্বাচিত হবেন ১৭৪ কাউন্সিলরের ভোটে। তবে ২০০৮ সালের নির্বাচনের সঙ্গে পার্থক্য রয়েছে এবার। ক্যাটাগরি বি ও সির নির্বাচন প্রক্রিয়া রয়েছে আগের মতোই।

৬ ভোট বেড়েছে ক্যাটাগরি-বি-তে। প্রক্রিয়ার পরিবর্তন হয়েছে ক্যাটাগরি-এ-তে। আগেরবার কাউন্সিলররা যেখানে সরাসরি ভোটে নির্বাচিত করেছিলেন ১০ পরিচালক, এবার পরিচালক নির্বাচিত হবেন বিভাগ অনুযায়ী। মেহেরপুর জেলা কাউন্সিলরের নাম জমা না দেওয়ায় ক্যাটাগরি-এ-র এবারের কাউন্সিলর ৭০। সাত বিভাগের মধ্যে নির্বাচন হবে ঢাকা ও রাজশাহীর।

ঢাকা বিভাগের দুই পরিচালকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন প্রার্থী। মানিকগঞ্জ জেলার কাউন্সিলর দুর্জয়, মুন্সীগঞ্জ জেলার কাউন্সিলর মঞ্জুর কাদের এবং জামালপুরের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান। নির্বাচন নিয়ে মানিকগঞ্জের কাউন্সিলর ও বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক দুর্জয় বলেন, 'আমি নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী। ভোটারদের দোয়া চাই তারা যেন আমাকে ক্রিকেট উন্নয়নে কাজ করার সুযোগ দেন। কেননা ক্রিকেট আমার অনিঃশেষ ভালোবাসা।

' রাজশাহী বিভাগের এক পরিচালকের জন্য নির্বাচন করছেন রাজশাহী জেলার কাউন্সিলর রফিউস সামস প্যাডি ও পাবনা জেলার কাউন্সিলর সাইফুল আলম স্বপন।

ক্যাটাগরি-সি-তে কাউন্সিলর ৪৫। কিন্তু বরিশাল শিক্ষা বোর্ড নাম না পাঠানোয় কাউন্সিলরের সংখ্যা ৪৪। তবে আজ ভোট দেবেন ৪৩ জন। অধিনায়কের কোটায় মনোনীত রকিবুল হাসান হজ করতে এখন সৌদি আরবে।

এই ক্যাটাগরিতে জোর নির্বাচন হবে বলে ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন। যদিও নির্বাচিত অনেক পরিচালকের মতে নির্বাচনী দৌড়ে এগিয়ে খালেদ মাহমুদ। প্রতিপক্ষ লিপুর প্রতি শ্রদ্ধা রেখেই আজকের নির্বাচন নিয়ে সুজন বলেন, 'লিপু ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ভোটাররা যেন আমাকে ক্রিকেট উন্নয়নে কাজ করার সুযোগ দেন। ক্রিকেট উন্নয়নে কাজ করতে চাই। ' লিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে।

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত যারা

ক্যাটাগরি-এ : আকরাম খান, আ জ ম নাছির, শেখ সোহেল, কাজী ইনাম আহমেদ, এম এ আওয়াল ভুলু, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী নাদেল।

ক্যাটাগরি-বি : মাহাবুবুল আনাম, জালাল ইউনুস, আফজাল-উর-রহমান সিনহা, আহমেদ ইকবাল হাসান, এনায়েত হোসেন সিরাজ, মো. হানিফ ভুঁইয়া, শওকত আজিজ রাসেল, নজিব আহমেদ, মো. লোকমান হোসেন ভুঁইয়া, নাজমুল করীম টিংকু, গাজী গোলাম মর্তুজা পাপ্পা ও তানজীল চৌধুরী।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.