আমাদের কথা খুঁজে নিন

   

টানা তৃতীয় জয় আবাহনীর

আগের ম্যাচে বড় জয় পেয়েছিল টিম বিজেএমসি। বড় জয়ের আত্দবিশ্বাস নিয়ে গতকাল খেলতে নেমেছিল আবাহনীর বিপক্ষে। কিন্তু হেরেই মাঠ ছেড়েছে দলটি। জামাল হোসেনের একমাত্র গোলে বিজেএমসিকে ১-০ গোলে হারিয়েছে আবাহনী। বাংলাদেশ পেশাদার লিগে এটা আবাহনীর টানা তৃতীয় জয়।

৫ ম্যাচে চার জয়ে দলটির অবস্থান এখন শেখ জামালের পাশে। ৬ পয়েন্ট নিয়ে টিম বিজেএমসি পঞ্চম স্থানে।

পেশাদার লিগের সবচেয়ে সফল দল আবাহনী। চার বারের চ্যাম্পিয়ন আকাশী-হলুদ শিবির মৌসুম শুরু করে জয় দিয়ে। মৌসুমের প্রথম ম্যাচে গোপীবাগের দল ব্রাদার্সকে হারিয়েছিল ১-০ গোলে।

কিন্তু পরের ম্যাচেই হোঁচট খায় ফেনী সকারের সঙ্গে গোলশূন্য ড্র করে। নিজেদের তৃতীয় ম্যাচে ৩-১ গোলে উড়িয়ে দেয় শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদকে। চতুর্থ ম্যাচে পেরোয় কঠিন হার্ডল। চির প্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ১-০ গোলে হারিয়ে হয়ে উঠে আত্দবিশ্বাসী। গতকাল পঞ্চম ম্যাচে আকবর পৌর মুসলিমির শিষ্যরা জয় নিয়েই মাঠ ছাড়ে।

হারলেও প্রথম গোলের সুযোগ পেয়েছিল বিজেএমসি। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে বাঙ্গুরার বাড়ানো বল ধরে আমিনুর রহমান সজিব শট নিলে আবাহনীর গোলরক্ষক শহিদুল আলম সোহেল ফিস্ট করে বাঁচিয়ে দেন। চতুর্থ মিনিটে খেলার একমাত্র গোলটি করে আবাহনী। মধ্যমাঠের তৌহিদুল ইসলামের ক্রস বুঝতে পারেননি বিজেএমসির গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল। ফলে ফাঁকায় দাঁড়ানো জামাল হোসেন বল ধরে বাঁ পায়ের আলতো ছোঁয়ায় জালে পাঠান (১-০)।

১২ মিনিটে সমতা আনার সুযোগ পেয়েছিল বিজেএমসি। কিন্তু নাইজেরিয়ান মিডফিল্ডার স্যামসন ইলিয়াসুর দুরপাল্লার শট ধরে ফেলেন আবাহনীর গোলরক্ষক। ২৭ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করেন সজিব। শাকিলের ক্রসে সজিবের হেড ক্রসবারের উপর দিয়ে বাইরে যায়। ৩৬ মিনিটে সজিব বলে পা লাগাতে ব্যর্থ হলে আবারও গোলবঞ্চিত হয় বিজেএমসি।

৪৩ মিনিটে গোলসংখ্যা দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল আবাহনী। ঘানার স্ট্রাইকার আইডু ইব্রাহিমের পাসে বল ধরে তৌহিদুল শট নেন। কিন্তু সেটা প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি। ফলে প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আবাহনী।

দ্বিতীয়ার্ধে সমতা আনতে মরিয়া হয়ে খেলতে থাকে বিজেএমসি। কিন্তু তাদের সব চেষ্টা ব্যর্থ হয় আবাহনীর রক্ষণভাগে এসে। অবশ্য বিজেএমসির পাশাপাশি আবাহনীও গোল সংখ্যা বাড়াতে চেষ্টা চালায়। ৭১ মিনিটে মিশুর পাস ধরে বঙ্রে ভেতর থেকে শট নেন ঘানাইয়ান স্ট্রাইকার ওসেই মরিসন। কিন্তু সেটা বারপোষ্টের উপর দিয়ে যায়।

এরপর আর কোনো সুযোগ হয়নি। ফলে ১-০ গোলে জিতেই মাঠ ছাড়ে আবাহনী।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজ দু'টি ম্যাচ। দুপুর সাড়ে ৩টায় চট্টগ্রাম আবাহনী-ফেনী সকার ক্লাব এবং বিকাল সাড়ে ৫টায় ব্রাদার্স ইউনিয়ন-উত্তর বারিধারা ক্লাব।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.