আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: মুক্তিযুদ্ধা




কেউ করেছে যুদ্ধ, আর কেউ করেছে
তাঁদের সাহায্য। কেউ জন্মভূমিকে
শত্রুর হাত থেকে রক্ষা করতে, স্বজনের
মায়া ছিন্ন করে বেরিয়ে এসেছিলো রাজপথে।

কেউ স্বজনকে দূরে পেলে, দেশকে স্বাধীন
করতে; অস্রহাতে করেছে যুদ্ধ শত্রু
হানাদারের বিরুদ্ধে। কেউ আবার আহত
যুদ্ধাদের করেছে সেবা মাতৃস্নেহে। কেউ রাতের
অন্ধকারে চুপিসারে এনেছে খবর শত্রু হানাদারের।
কেউ হয়েছে নির্যাতিত, হারিয়েছে মান।

আর কেউ কিছু না পারলেও
মনে মনে করেছে মঙ্গল কামনা
দেশ মাতৃকার বীর সন্তানদের।
তাইতো একাত্তরে স্বাধীনতা কামী
সকল বাঙ্গালীরা ছিলেন,
একেক জন মুক্তিযুদ্ধা,
এনেছিলেন স্বাধীনতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.