আমাদের কথা খুঁজে নিন

   

বিংশ শতাব্ধির দাসত্ব, ১১ বছরের বালক কে শিকল দিয়ে কুকুরে মতো বেধে রাখা ।

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি

এটা সত্যিকারের একটা হ্রদয় বিদারক ঘটনাই বটে , এই বিংশ শতাব্ধি তে ১১ বছরের এক বালক কে শিকল দিয়ে কুকুরের মতো বেধে রাখা । তাও আবার দেশটি যদি হয় চীনের মতো সুপার পাওয়ার একটি দেশে । তাহলে আমরা কি বলবো আলোর নিচে অন্ধকার । বিপন্ন মানবতা , আমরা এই লজ্জা এড়িয়ে যাবো কিভাবে ।

কাহিনীর সুত্রপাত চীনের চেচিয়াং প্রদেশ থেকে আর যে বালকটিকে বেধে রাখা হয়েছে শিকল পরিয়ে তার নাম জিলি ।

দিনের অধিকাংশ সময় ঝিলি কুকুরের মতো শিকল পরিবেষ্টিত হয়ে থাকে কারন একটাই বালকটি অপ্রকিতিস্থ বা মানসিক সমস্যাতে ভুগছে ।

সাধারনত চীনে প্রতি এক লাখ মানুষের জন্য ১.৫ মনরোগ বিশেষজ্ঞ আছে । চীনের গ্রাম গুলোতে অবস্থা আরো খারাপ ওইখানে বেশীরভাগ মানসিক সমস্যাতে ভোগা মানুষের ও ঝিল এর মতো বা এর চেয়েও খারাপ জীবনে থাকতে বাধ্য করা হয় ।

এটা সত্যি যে জিল এর মতো ছেলেদের সাহায্য করা খুব কঠিন , চীনের গ্রাম্য অঞ্চল গুলোতে অনেক জায়গাতে বেশ কিছু সংস্থা আছে এদের সাহায্য করার জন্য । এরকম একটি সংস্থা নাম হল ফ্রী দি চিলড্রেন আপনি ইচ্ছে করলে এই সংস্থার লিংকে গিয়ে চেক করে দেখতে পারেন ।



নিচে জিলের কিছু শিকল বন্ধী অবস্থার ছবি দেওয়া হলো ।









অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.