আমাদের কথা খুঁজে নিন

   

জুমা ও আমবয়ানে দেশি-বিদেশি লাখো মুসল্লি

রাজধানীর উপকণ্ঠে কহর দরিয়া খ্যাত টঙ্গীর তুরাগ নদের তীরে গতকাল বাদ ফজর শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী ৪৯তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বরাবরের মতো তাবলিগ জামাতের মুরুবি্ব মোহাম্মদ ওহাবের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় তিন দিনের এ কার্যক্রম। দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলি্লর উপস্থিতিতে গতকাল ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জুমার নামাজ। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এ আয়োজন।

জুমার নামাজ আদায় করতে গতকাল সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইজতেমা মাঠে ঢল নেমেছিল লাখ লাখ মুসলি্লর।

আল্লাহু আকবার ধ্বনি ও জিকির-আজকারে ভারী হয়ে ওঠে টঙ্গী-আশুলিয়া-উত্তরার আকাশ-বাতাস। তুরাগতীরের যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় শুধু সাদা পাঞ্জাবি আর টুপি পরা মানুষের ভিড়। গতকাল জুমার নামাজের সময় শেষ মুহূর্তে নিরাপত্তাব্যবস্থা যাচাই করে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও তৎপর দেখা গেছে। ইজতেমা মাঠের ওপর দিয়ে হেলিকপ্টার টহল জানান দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতি। চার দিন বিরতির পর ৪৯তম এ বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে ৩১ জানুয়ারি।

২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শেষ হবে।

বৃহত্তম জুমার নামাজ : এ বছর বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার হওয়ায় জুমার নামাজে শরিক হতে ভোর থেকেই রাজধানীসহ আশপাশের জেলা থেকে মুসলি্লরা আসতে থাকেন ইজতেমা ময়দানে। বাস, ট্রেন, লঞ্চ, নৌকা রিকশা ও অন্যান্য যানবাহনে টঙ্গীর উদ্দেশে রওনা হন তারা। আবার অনেকে হেঁটে আসেন। জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জুবায়ের আহমদ।

বেলা ১টা ৩৭ মিনিটে জুমার নামাজ হয়। নামাজের পর বয়ান করেন মাওলানা মাহমুদুল্লাহ। জুমার নামাজে ১০ থেকে ১২ লাখ মুসলি্ল শরিক হয় বলে ধারণা করছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটি।

জুমার নামাজের বিস্তৃতি : ইজতেমা মাঠের ১৬৫ একর জায়গা ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাট ও দালানের ছাদে মানুষ জুমার নামাজ আদায় করে। অনেকে মাঠে স্থান না পেয়ে বাস, লঞ্চ, নৌকায় নামাজে শরিক হয়।

এ বছর দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হলেও মুসলি্লসমাগম অন্যান্য বছরের মতোই লক্ষ্য করা গেছে। সুবিশাল চটের প্যান্ডেলের ভেতর তিলধারণের ঠাঁই ছিল না। শুক্রবার সন্ধ্যায়ও টঙ্গীর তুরাগপাড়ে ধর্মপ্রাণ মুসলি্লদের আসা অব্যাহত ছিল।

বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতে ২৭ বার অংশগ্রহণকারী কুমিল্লার বাসিন্দা মোহাম্মদ ইবরাহিম বলেন, দুই পর্বে বিশ্ব ইজতেমার আয়োজন না করে ইজতেমা মাঠের পরিধি বাড়াতে হবে। এ জন্য এখন থেকেই সরকারকে উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, স্থানসংকুলান না হওয়ার অজুহাতে দুই পর্বে বিশ্ব ইজতেমা হলে বিশ্ববাসীর কাছে ইজতেমার আবেদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যারা বয়ান করেন : গতকাল বাদ ফজর থেকে বাদ ইশা পর্যন্ত বয়ান করেন মাওলানা রুহুল কিসমত, মাওলানা ওহাব, হাফেজ মাওলানা মুহাম্মদ ইবরাহিম, মাওলানা ওমর, মাওলানা মুহাম্মদ সাদ, মাওলানা তারিক জামিল। জুমার নামাজের পর পরই হিন্দি ও উর্দুতে বয়ান হয়। ইজতেমার এক শীর্ষ মুরুবি্ব সঙ্গে সঙ্গে তা বাংলায় তরজমা করেন। আজ বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের দিলি্ল থেকে আগত বিশ্ব ইজতেমার শীর্ষ মুরুবি্বরা সমবেত লাখ লাখ ধর্মপ্রাণ মুসলি্লর উদ্দেশে বয়ান করবেন।

বয়ানে যা বলা হয় : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম দিনে মাঠের মূল মঞ্চ থেকে মুসলি্লদের উদ্দেশে ইমান ও আমলের ওপর বয়ান করা হয়। বলা হয়, 'আল্লাহর মেহেরবানি, আমরা সবাই এখানে এসেছি। সারা পৃথিবীর মেহমানরা এখানে এসেছেন। আমরা এতে খুশি। সবার আগে নামাজের হেফাজত করা মুসলি্লদের নিজ নিজ দায়িত্ব।

এখান থেকে আমরা মহান আল্লাহর জামাতের উদ্দেশে বের হই এবং নিয়ত করি। আমরা দোয়া করি আল্লাহর কাছে। জামাত যত বড় হবে নেকি তত বাড়বে। আমাদের প্রত্যেকের বেশি করে নেকি আদায় করতে হবে। তবেই আল্লাহকে সন্তুষ্ট করা যাবে।

বয়ানে শীর্ষ মুরুবি্বরা আরও বলেন, আল্লাহতায়ালা জন্ম ও মৃত্যুকে সৃষ্টি করেছেন। যার আমল যত সুন্দর হবে তার আমল তত বেশি হবে। এ ছাড়া হেদায়েতি বয়ানে বলা হ_ আল্লাহকে রাজি-খুশি করতে পারলে আল্লাহ গুনাহ মাফ করে দেবেন। সারা দুনিয়ার মানুষ সফলতা চায়। সফলতা বা কামিয়াবির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।

আমল ও দাওয়াতের মেহনত সম্পর্কে বলা হয়_ আল্লাহতায়ালা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে অতি উচ্চমর্যাদা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়া ও আখিরাতে কামিয়াবির একমাত্র তরিকা হলো ইমান ও আমলের মেহনত করা। দাওয়াতে তাবলিগের মেহনত ছাড়া ইমান জিন্দা থাকে না। তাই জিন্দেগির প্রতিটি কাজ করতে হবে আল্লাহর হুকুম ও রসুলুল্লাহ (সা.)-এর তরিকা মোতাবেক।

জুমার নামাজে ভিআইপি : গতকাল টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে পবিত্র জুমার নামাজ পড়তে এবং ইজতেমা মাঠ পরিদর্শনে আসেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র আবদুল মান্নান, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্যাহ খান।

বিদেশি মেহমান : গতকাল রাত ৮টা পর্যন্ত ৭৯টি দেশের প্রায় ২২ হাজার বিদেশি মুসলি্ল ইজতেমা মাঠের উত্তর পাশে বিশেষভাবে তৈরি বিদেশি নিবাসে অবস্থান নিয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ সৌদি আরব থেকে ৪ হাজার ৫০০ মুসলি্ল এবারের বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন। আছেন চীন, মালয়েশিয়া, কুয়েত, ইরান, ইরাক, নেপাল, ভুটান, বার্মা, যুক্তরাষ্ট্র, জাপান, সুদান, জর্ডান, ফিলিপাইনের মুসলি্লরাও।

অর্ধশতাধিক পকেটমার ও ছিনতাইকারী গ্রেফতার : টঙ্গী মডেল থানা পুলিশ ও আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সদস্যরা শুক্রবার ইজতেমা মাঠ ও এর আশপাশ থেকে অর্ধশতাধিক পকেটমার ও ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। গতকালই তাদের গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

মোবাইল ফোনসেট চোর : জুমার নামাজ আদায় করার সময় এবং নামাজ শেষে বাড়ি ফিরতে গিয়ে পকেটমারদের হাতে মুসলি্লদের কমপক্ষে ৩০টি মোবাইল ফোনসেট খোয়া গেছে। এ সময় আইন প্র্রয়োগকারী সংস্থার হাতে ছয়জন পকেটমার গ্রেফতার হয়।

অজু ও গোসলের পানি বিক্রি : স্থানীয় লোকজনের কাছ থেকে মুসলি্লদের অজুর পানি ৫, গোসলের পানি ১০ এবং নামাজ পড়ার প্লাস্টিকের কাগজ ১০ টাকায় কিনতে দেখা গেছে।

আজ ইজতেমা মাঠে গণবিয়ে : প্রতি বছরের মতো আজও ১২১টি যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে আয়োজক কমিটির পক্ষ থেকে। এ বিয়েতে বরপক্ষ উপস্থিত থাকলেও কনেপক্ষের সম্মতি নিয়ে কনের লোকজনসহ উভয় পক্ষের লোকেরা উপস্থিত থাকবেন।

গণবিয়ে শেষে উপস্থিত সবার মাঝে খেজুর ও মিষ্টি বিতরণ করা হবে।

১৫ কিলোমিটার এলাকা যানজট : গতকাল দিনটি শুক্রবার থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, কালিগঞ্জ সড়ক ও আশুলিয়া-সাভার সড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বাস, মিনিবাস, ট্রাক, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন এ সময় ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে থাকে। ইজতেমায় আসা লাখ লাখ মুসলি্ল এ সময় হেঁটে ইজতেমাস্থলে আসে। জুমার নামাজ শেষে নিজ নিজ গন্তব্যে যে যার মতো চলে যায়।

তীব্র যানজটের কারণে মুসলি্লদের বিড়ম্বনায় পড়তে হলেও সবাই হাসিমুখে তা মেনে নেয়।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জন্য মঞ্চ : এবারের বিশ্ব ইজতেমায় আগামীকাল প্রথম পর্বের আখেরি মোনাজাতে ইজতেমার মূল প্যান্ডেলের ভেতরে বিশেষ মঞ্চে বসে মোনাজাত করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও সাবেক রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গীর বাটা শু কোম্পানির ছাদে বিশেষ মঞ্চে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটলাস কোম্পানির ছাদের বিশেষ মঞ্চে বসে আখেরি মোনাজাতে শরিক হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.