আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশী সাধারণ জনগণ ও রাজনীতিবীদদের সবারই দেখে রাখা উচিৎ আজকের ''তাহরীর স্কোয়ার''। (জুমাতুল রাহিল বা আখেরি জুমা আদায় করল মিশরীয় যুবকরা)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/

দেশের প্রতি ভালবাসা কাকে বলে? মুরুব্বিদের জন্য শাবাব তথা যুবকদের কিভাবে জানের মায়া ত্যাগ করতে হয়?? কিভাবে নিজের অধিকার আদায় করতে হয়? কিভাবে সত্য কথা বলতে হয়?? আপনারা সবাই জানেন গত ১০ দিন বিক্ষোভের পরও প্রতাপশালী হুসনি মোবারক ক্ষমতা ছাড়তে অস্বিকার করলে আজ জুমার দিন মিশরি যুবকরা আজকের জুমাকে নাম দিয়েছে, ''আখেরি জুমা'' জুমাতুল রাহিল বা ''আখেরি জুমায় আদায় করে নিজেদের দাবি আদায় করতে আজ প্রায় ১০ লাখ মানুষ জুমার নামাজ আদায় করে ঐতিহাসিক তাহরীর ময়দানে। গত পরশুর গন্ডগোলের পর আজ বিক্ষোভকারীরা যথেষ্ঠ সংগবদ্ধ। এত দিন খালি মুখে যার যার মত শ্লোগান দিলেও আজ শ্লোগানের জন্য মাইক, স্পিকার সহ বেশ কিছু জরুরি সরন্জাম সংগ্রহ করেছে। ইতিমধ্যে জুমার নামাজ শেষ করে বিক্ষোভকারীরা দেশ ও দশের অধিকার আদায়ের লক্ষে শ্লোগান দেয়া শুরু করেছে।

বিশেষ বিশেষ শ্লোগান গুলো হলোঃ - আল্লাহু আকবার। আল্লাহু আকবার। - ছাওরা, ছাওরা। বিপ্লব বিপ্লব। - মাদার অফ ওয়ার্লড ইজিপ্ট, এর মান রক্ষা করবই ঠিক।

-ইরহাল, ইরহাল। চলে যাও চলে যাও। - আমানুদ্দৌলা আমানুদ্দৌলা, ফেন আমান ফেন দৌলা। (নিরাপত্তা বাহিনি নিরাপত্তা বাহিনি , কোথায় নিরাপত্তা কোথায় বাহিনি ) -আল্লি আল্লি আল্লি সউত। (রেইজ ইউর ভয়েস রেইজ ইউর ভয়েস) - এছাড়াও আরো চমৎকার চমৎকার শ্লোগানে মুখরিত করে রেখেছে তাহরীর স্কোয়ার।

আর জাতীয় সংগীত তো আছেই। বর্তমানের তাহরীর ময়দানের দৃশ্য দেখে থাকলে তা হত আপনার জীবনের অন্যতম অভিজ্ঞতা আর আপনিও হতেন ইতিহাসের অন্যতম শাক্ষি। বাস্তবে তো আর এই দৃশ্য দেখা সম্ভব হচ্চে না তাই http://www.watchfomny.com/tv-arabic.php এইখান থেকে লাইভ টেলিকাস্ট দেখে নিতে পারেন। -- কায়রোর তাহরীর ময়দান ছারাও বন্দর নগর আলেকজান্ড্রিয়ায় লক্ষাধিক মানুষ জুমাতুল রাহিল এ অংশ গ্রহন করে এখন শ্লোগানে মুখর করে রেখেছে ভুমধ্য সাগর।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.