আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ কি ভারতকে পাশে না পেলে এক পা এগোতে পারবে???

just ordinary


আজকে এক বেজন্মার ব্লগ পরে আর নিজেকে নিয়ন্ত্রন করতে পারলাম না। তার ব্লগের শিরোনাম ছিল:
বাংলাদেশ কি ভারতকে পাশে না পেলে এক পা এগোতে পারবে?
তারপর ঐ ৭১ কে টেনে এনে তাদের বর্তমান কর্মকান্ড জাস্টিফাই করার চেষ্টা....

ভারত কি বাংলাদেশের স্বাধীনতায় সাহায্য করেছে??? না, তারা নিজেরাই নিজেদের সাহায্য করেছে; পাকিস্তানের দুই প্রান্ত থেকে উপর্যপুরী চোদন থেকে নিজেদের রক্ষা করতে। "একটু বেশী করা হয়ে গেলো নাকি??" তাদের ১ হাজার মরছে, পশ্চিমে আরো ১০ হাজার সৈন্যে পাছার চামরা বাচাইতে, আমাদের সাহায্য করতে নয়, বাংলাদেশ কি তাদের বাপ না দুলাভাইয়ের দেশ আছিল যে বিনা স্বার্থে জীবন দিতে আসবে? আমাদের স্বাধীনতা আর তাদের চিরশত্রু পাকিস্তানকে একহাত দেখে নেয়ার সুযোগ coincide করেছে তাই তাদের ঐ অবস্থান ছিল।এটা আমাদের নেহায়েত ভদ্রতা যে একটা Total Give & Take ব্যাপারকে আমরা আজও স্বীকার করে কৃতঞ্ঝতা প্রকাশ করি। আর আমরা অতি ভদ্র জাতি বিনয় দেখাতে যেয়ে নিজেদের খুব বেশী ছোট করে ফেলি, আমরা ভুলে গেছি There is nothing called permanent friendship in foreign policy, it is permanent interest. আর তাদের সাহায্য ছাড়া কি করতে পারবে বাংলাদেশ? দোয়া করি সেভেন সিস্টার ওয়ালারা আমাদের স্বাধীনতার চেতনা একটু হলেও ধার করুক, তাইলে ছোট মরিচের কতো ঝাল সংগা সহকারে শিখায় দিবো।আর হ্যা, আমি যদি কোনো একদিন আপনার মাকে বিপদ থেকে সাহায্য করি; আপনার মা বুঝি আমার রক্ষিতা হয়ে যাবে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.