আমাদের কথা খুঁজে নিন

   

‘ভারতের এক-তৃতীয়াংশ ভোটার মোদিকে চায়’

সম্প্রতি পরিচালিত বেশ কয়েকটি মতামত জরিপে মোদির পক্ষে সমর্থন বৃদ্ধি পাচ্ছে বলে দেখা গেছে।

আসছে মে’র জাতীয় নির্বাচনকে সামনে রেখে সিএনএন-আইবিএন টেলিভিশন চ্যানেলের পক্ষে এই জরিপগুলো পরিচালনা করে জরিপকারী প্রতিষ্ঠান সিএসডিএস।

জরিপে ওই নির্বাচনে ভারতীয় পার্লামেন্টের ৫৪৩ আসনের মধ্যে মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ১৯২ থেকে ২১০টি আসন পাবে বলে পূর্বাভাস পাওয়া গেছে, আর বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেস ৯২ থেকে ১০৮টি আসন পেতে পারে।

ভারতের বিচিত্র ও খন্ডকৃত প্রতিনিধিত্ব ব্যবস্থার কারণে বিজেপি বা অন্য কোনো দলই প্রত্যাশিত ২৭২ আসনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সংখ্যাগরিষ্ঠ দলকেও আঞ্চলিক দলগুলোর সঙ্গে জোট গঠন করেই ক্ষমতায় যেতে হবে।

১২ বছর ধরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যটির ব্যাপক অর্থনৈতিক উন্নয়নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মোদি। এ সময় রাজ্য প্রশাসনকে আমলাতন্ত্রের জট থেকে মুক্ত করে ব্যাপক বিনিয়োগ পরিবেশ তৈরি করেছেন তিনি।

জরিপের ফলাফল বিষয়ে সিএসডিএস’র পরিচালক সঞ্জয় কুমার বলেন, “জনগণ নেতৃত্বের খোঁজে আছে, তারা ভাবছে একজন দৃঢ় নেতা তাদের সমস্যা সমাধান করতে পারবে। তারা একনায়ক চায় না, কিন্তু এমন একজনকে চায় যিনি দৃঢ় সিদ্ধান্ত নিতে সক্ষম।”


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.