আমাদের কথা খুঁজে নিন

   

বিএনপি এলে শক্তিশালী বিরোধী দল হত: ফিরোজ

এজন্য গত সংসদের প্রধান বিরোধী দলটিকে দায়ী করে আওয়ামী লীগের এই নেতা বলেছেন, নির্বাচনে বিএনপি আনতে তাদের চেষ্টার কমতি ছিল না।

দশম সংসদের প্রধান হুইপের দায়িত্ব পেয়ে শনিবার বঙ্গবন্ধু জাদুঘরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পটুয়াখালীর বাউফল থেকে ছয় বার নির্বাচিত সংসদ সদস্য ফিরোজ।

এরপর তিনি সাংবাদিকদের বলেন, “বিএনপি যদি নির্বাচনে আসত, তাহলে শক্তিশালী বিরোধী দল হত। আমরা তো চেয়েছিলাম তারা নির্বাচনে আসুক। কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন খেলার কারণে তারা নির্বাচনে আসেননি।

নবম সংসদে হুইপের দায়িত্ব পালন করেন ফিরোজ। ওই সংসদে প্রধান বিরোধী দল ছিল বিএনপি।

গত ৫ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে এবার প্রধান বিরোধী দলে আসনে বসছে জাতীয় পার্টি।

ফিরোজ বলেন, “অতীতে বিরোধী দলের সংসদ বর্জনের যে শিক্ষা আমরা পেয়েছি, তা সুখকর নয়। দেশে-বিদেশে এটা সমালোচিত।

“আমি আশা করি, দশম সংসদের বিরোধী দল সরকারের বিরোধিতা করার পাশাপাশি সরকারকে উপদেশ দেবেন, যাতে সরকার আরো উন্নয়নমূলক কাজ করতে পারে। বিরোধিতার খাতিরে বিরোধিতা তারা করবেন না বলে আশা রাখি। ”

শুক্রবার আ স ম ফিরোজের সঙ্গে পাঁচজন হুইপও দায়িত্ব পান। তারা হলেন আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মোহাম্মদ শাহাব উদ্দিন, সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) ও শহীদুজ্জামান সরকার। তারাও প্রধান হুইপের সঙ্গে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

দশম সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন- জানতে চাইলে ফিরোজ বলেন, “আমাদের দলে ৮-১০ জন যোগ্য লোক রয়েছেন। যারা স্পিকার ও ডেপুটি স্পিকার হতে পারেন। ”

আগামী ২৯ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে আশা করছেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.