আমাদের কথা খুঁজে নিন

   

একটি কাব্যিক ভ্রমনঃ সামহোয়্যার ইন ব্লগ কবিতা সংকলন' মে ১৩

মানুষের জীবন খুবই বিবর্ণ থাকে মাঝে মাঝে। আসলে একে বিবর্ণ বলাটা বোধ হয় ঠিক না। এটাও একটা রং। হয়তো নিকষ কালো কিংবা ধূসর ! প্রিয় সহ ব্লগারগণ আমি প্রতি মাসে ব্লগারদের প্রকাশিত কবিতা থেকে সংকলন বের করার একটি উদ্যোগ নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় চতুর্থ সংকলন হল এই পোস্ট।

আমার আগের সংকলন পোস্ট গুলোর তুলনায় এটা একটু বাতিক্রমি কারন এখানে এবার এমাসের এমন কিছু কবিতা থাকছে যেগুলো পাঠকের নজর এড়িয়ে গেছে কিন্তু অনেক ভাল মানের কবিতা। তাই যারা ইতিমধ্যে কবিতা লিখে সুনাম অর্জন করেছেন আসুন তাঁদের পাশাপাশি কিছু ভাল মানের কবিতা ও কবিদের লেখনীকে উৎসাহিত করি। আমি এত চমৎকার সব কবিতা এই কদিনে পড়েছি কি বলব । আশা করি নতুন যারা আছেন তারা এসব কবিতা পড়ে উপলব্ধি করবেন, সামুর কবিদের মধ্যে থেকেও কেউ একজন হয়তবা হয়ে উঠবেন আগামীর জীবনানন্দ দাশ । কথা না বাড়িয়ে লিঙ্ক দেই ।

এই লিঙ্ক গুলোর বাইরেও অসংখ্য সুন্দর সুন্দর কবিতা ছিল এবং আছে । আমার পড়া হয়নি কিংবা হলেও দৃষ্টি এড়িয়ে গেছে । সে জন্যে আমি ক্ষমাপ্রার্থী । ব্লগার অন্যমনস্ক শরৎ Click This Link দেয়ালে কাঁচ রোদ এবং কিছু ঝাপসা মেঘ Click This Link মানিব্যাগে তোমার অতীত নিয়ে ঘুরছি Click This Link আমার ঘরের স্বপ্ন পড়ে আছে মফস্বলে Click This Link হোটেল এবং অন্যান্য জটিলতাসমূহ ব্লগার সাবরিনা সিরাজী তিতির Click This Link ভালোবাসায় নিষেধের প্রবেশ নিষেধ ব্লগার আলাউদ্দিন আহমেদ Click This Link মুদ্রিত মৃত্যু সংবাদ Click This Link গোলাপ বিষয়ক রহস্য এবং অমীমাংসিত নীল পরীগণ/ সক্রেটিসের বিষের পেয়ালা এবং মৃত্যুবিষয়ক/ কবিতার ভাবনা এবং প্রিয় নামের কিছু পঙতি! ব্লগার সোনালী ডানার চিল Click This Link এই নিয়তি প্রাপ্তির দূরতম আকাশ Click This Link গুচ্ছকবিতা ১ ব্লগার নির্লিপ্ত স্বপ্নবাজ Click This Link স্বদেশ ঘৃণার বিষ ঢালো Click This Link দাবি ব্লগার নীহারিক০০১ Click This Link হারিয়ে যাওয়ার পর.............. Click This Link ভুলগুলো সব ফুল হোক Click This Link একটি উদাসী দুপুর ব্লগার সায়েম মুন Click This Link তুমি ফুলে ফুলে ফোঁটায় ফোঁটায় ঝরো Click This Link ঝরা পাতার কান্না Click This Link অয়োময় ব্লগার নাজমুল হাসান মজুমদার Click This Link মনফড়িং’র কথা Click This Link বিবেক Click This Link শালিক ডাকা রৌদ্রে ব্লগার ভাঙ্গা কলমের আঁচড় Click This Link সভ্যতার কারাবাস Click This Link সৌরভ Click This Link প্রাপ্তবয়স্করা ব্লগার আশিক মাসুম Click This Link !! নির্ণয় !! Click This Link !! চাতক-১ !! ব্লগার রায়ান ঋদ্ধ Click This Link ভালোবাসা হল কখন? Click This Link আমরা তখনও লেজ খুঁজে চুলকোচ্ছি!! ব্লগার মুনসী১৬১২ Click This Link শ্রাবণের অঝোর ধারা ঝরছে রোজ টক টকে রক্তের মতো Click This Link শিউল ভোরে করবী ফুলে তোমাদের স্বাগতম ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয় Click This Link বৃষ্টি শীর্ষক তিন কবিতা Click This Link ৬ টি কবিতাঃ কতিপয় বোধ কিংবা স্বীকারোক্তি ব্লগার সেলিম আনোয়ার Click This Link অধিকার Click This Link প্রিয়ংবদা হয়ত তুমি আরও কিছু কবিতাঃ Click This Link আমাদের বাঁচার প্রতিটা স্টাটাসে মৃত্যুর ডায়াগ্রাম – ব্লগার কৌশিক Click This Link হারিয়ে যাওয়ার গল্প – ব্লগার আত্মমগ্ন কবি Click This Link অবশেষে শেষ ঠিকানা জুরাইন হল ঠাঁই – ব্লগার বাকপ্রবাস Click This Link ভালো না বাসতে বাসতে – ব্লগার shfikul Click This Link আমি শুধু বৃষ্টিকেই আপনাতে পারি.. ব্লগার শুকনোপাতা০০৭ Click This Link হৃদ-নীতি – ব্লগার মহাজাগতিক পাগল Click This Link এটা তুমি ঠিক করনি শাহিনা – ব্লগার শফিকুর রহমান শাহজাহান Click This Link এখনো আমার ...... ব্লগার ভিয়েনাস Click This Link ময়মনসিংহের গোয়াতলা থেকে... ব্লগার আবদুল্লাহ-আল-মাসুম Click This Link তবুও আমি জেগে উঠি – ব্লগার বৃতি Click This Link তারপর- সুজাতারাই রয়ে যাক এ গ্রহের সবচেয়ে সুখী প্রাণী হয়ে! – ব্লগার হাসান মুহিব Click This Link প্রথম পোস্ট কবিতা, ভালো না লাগলেও গালি দিয়েন না। ... ব্লগার নাদাল ছেলে Click This Link অবগাহন...।

– ব্লগার রোেক্য়া ইসলাম Click This Link প্রত্যবর্তন – ব্লগার ধূসর সপ্ন Click This Link একটা লাশের ওপর হেটে যেতে ইচ্ছে করে... ব্লগার নিখিলেস প্যারিসে Click This Link অবাধ্য সন্তান – ব্লগার মেহেদী আনডিফাইন্ড Click This Link তোমায় ভালবাসি মা – ব্লগার আজরাঈল আমি Click This Link সমুদ্র মিতা – ব্লগার যীশূ Click This Link অতীত গহিন – ব্লগার রোকসানা লেইস Click This Link নিচুজাত – ব্লগার রাইসুল নয়ন Click This Link তৃষ্ণা – ব্লগার সোমহেপি Click This Link বোকামন কথোপকথন-১ – ব্লগার বোকামন Click This Link স্বৈরতন্ত্র কিন্তু চলবেনা আমার সাথে জেনে রেখো!! – ব্লগার বটবৃক্ষ~ Click This Link যদি দালাল হতে পারতাম – ব্লগার খেয়া ঘাট Click This Link জলছাপ মেপে সুর সন্ধানে নাবিকের চোখ! – ব্লগার স্বপনবাজ Click This Link ভালোবাসি – ব্লগার কায়সার ইয়াসিন http://somewhereinblog.net/blog/Opaar/29832463 জীবন্মৃতের শহরে... ব্লগার অপার্থিব অন্তরীণ Click This Link নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতা – ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয় Click This Link সব কসম খসে পড়লো __ তোর ঘোমটার লাহান – ব্লগার মোহাম্মদ রাফিউজ্জামান সিফাত Click This Link একাই হবো নীলকন্ঠ মানব – ব্লগার লক্ষ্মীছাড়া Click This Link কবিতা লিখার বৃথা চেষ্টা – ব্লগার মিনাক্ষী Click This Link এক + এক = দুই – ব্লগার মাসুম আহমদ ১৪ Click This Link হিরন্ময় মৌনতায়,অনুভূতি সাজাই কবিতায় – ব্লগার আমি সাজিদ Click This Link তোমায় ভুলি কি করে – ব্লগার এন ইসলাম রনি Click This Link =অন্য অরণী= ~~~~~~~ ব্লগার রাফা Click This Link লাল রংধনু বুকে নীল মেঘ ... ব্লগার ফারজানা শিরিন অনুকাব্যঃ Click This Link মে ডে অনুকাব্য (হাইকু আদলে) – ব্লগার তাজা কলম Click This Link দুষ্ট ছেলে আর মিষ্টি মেয়ের ছড়া-২ – ব্লগার বটবৃক্ষ~ Click This Link অভিমান – ব্লগার আদম আদোনিস Click This Link আর কিছুক্ষন থাকো প্লিজ – ব্লগার অপরিনত Click This Link ফসল কাটার মাস – ব্লগার শোভন শামস Click This Link লালমাই স্টেশন – ব্লগার বিষাদ সজল Click This Link কোথায় তুমি? – ব্লগার লাবনী আক্তার বিশেষ কৃতজ্ঞতায় ব্লগার কাণ্ডারী অথর্ব সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.