আমাদের কথা খুঁজে নিন

   

আমি জানতাম মানুষ হয়ে জন্ম নেওয়ার অনেক কষ্ট, জানতাম না ছায়াদেরও কষ্ট থাকে



আদীঘল শীতরাত্রির এক একটি একাকী পল, মুহুর্ত ও ক্ষন পেরোয় শম্ভুক পদক্ষেপে, সন্তর্পণে। বাগিচায় হাসে বাসন্তী হাওয়া, মালতীলতা দোলে পূবের হাওয়ায়, দোলে পিয়াল তরু, তমালের শাখ, মৃদুমন্দ দখিনা বায়। রক্ত করবীর রঙে রঙ্গিনী বুলবুল, শিষ দেয়, দোলে শালের বনে। পিউ কাহা পাপিয়ার ডাকে মুখরিত চারিধার। দোদুল্যমান, মুখরিত, রঙ্গে, রসে, রুপে ভরপুর ধরিত্রীতে ফুল,পাখি আর গাছেদের মত সজীব,সুন্দর আর আনন্দে উদ্বেলিত হবার কথা ছিলো তোর।



কথা ছিলো বাজাবি না আর কোনো বিষাদীয় সঙ্গীতের ব্যাঞ্জনা তোর ভায়োলিনের মেলানকলির তারে। ছিড়ে ফেলে দিবি সেই মন্দ্র সপ্তক সুর। থামিয়ে দিবি যত ব্যাথা জাগানিয়া, স্ম্বতিভারে জর্জরিত মর্চে পড়া দুঃখ বন্দনা। পারলি কি?
পারলি নাতো, পারলিনা ঝেড়ে ফেলতে চিনচিনে ব্যাথার শুয়োপোকাগুলোকে। পারলিনা দুমড়ে মুচড়ে ভেঙ্গে ফেলে দিতে ঐ সজারুর ডালগুলি।

পারলিনা হিমে জমে থাকা দ্রবিভুত কষ্টগুলোকে ছেঁকে ছেঁকে তুলতে।

ডুবে থাকলি সেই দুঃখ সায়রে। বিষাদসিন্ধুর উত্তাল ঢেউ এ গা ভাসিয়ে মুঁদে রাখলি চোখ। মানুষমাত্রই কষ্ট পাওয়া? কষ্ট মানেই কি মানব জনম? আমি জানতাম মানুষ হয়ে জন্ম নেওয়া অনেক কষ্টের...


শুধু জানতাম না ছায়াদেরও কষ্ট থাকে।


 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।