আমাদের কথা খুঁজে নিন

   

আমরা জানতাম

আমরা জানতাম একদিন এমনই হবে সবার অলক্ষ্যে একটা ফুল পায়ে পিষে যাবে একটা শিশির বিন্দু ঘাসের উপর মাথা কুটে মরবে একদিন খরগোশের কানের মতো একটা দীর্ঘ দিন মাঝ দুপুরে নেতিয়ে পড়বে, মেঘ করবে মানববন্ধন করে সবাই বৃষ্টিতে ভিজবে আমরা জানতাম একদিন গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে নাগরিক শান্তি সুয়েরেজ ড্রেনের সাথে বুড়িগঙ্গার পানিতে গিয়ে মিশবে একদিন রিয়েলস্টেট কোম্পানিগুলো প্রতিযোগিতা করে গড়ার বদলে ভেঙে ফেলবে মানুষের ঘরবাড়ি ব্যাংকে কাগুজে নোটের বদলে জমা থাকবে সাংসারিক খরচাপাতির হিসাবের খাতা ফুলের দোকানে প্রকাশ্যে বিক্রি হবে পিস্তল মিষ্টির দোকানে মদ, চায়ের দোকানে বিষ মুখে রঙ চাপিয়ে রুবি, মল্লিকাদের হাসিমুখে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না অনিশ্চয়তায় প্রেয়সীর চিবুকের অনল ছুঁয়েও প্রেমিকের হাত হিম হয়ে যাবে হিমালয় চূড়ার মতোন আমরা জানতাম একদিন সব এইভাবে বদলে যাবে কর্কটক্রান্তি রেখার মতো স্বার্থপরতা আমাদের একমাত্র পৃথিবীকে দ্বিখণ্ডিত করে দেবে জানতাম ফর্সা পায়ে তুমি আমার হৃদয় মাড়াবে ট্রাকের ড্রাইভার বিমান চালিয়ে তোমাকে উড়িয়ে নেবে আমরা জানতাম এইভাবে একদিন আমাদের ভালোবাসার মৃত্যু হবে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।