আমাদের কথা খুঁজে নিন

   

মওলানা ভাসানীকে কোনো সরকারই মূল্যায়ন করেনি

ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, মওলানা ভাসানীকে কোনো সরকারই মূল্যায়ন করেনি। স্বাধীনতার পর ক্ষমতার পালাবদলে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তাদের কেউ এই মহান নেতাকে তার প্রাপ্য মর্যাদা প্রদান করেননি।

গতকাল সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ভাসানী অনুসারী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী ও 'আসাদ দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক আবদুল মতিন এ কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদের নির্বাহী চেয়ারম্যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. জসীম উদ্দিন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জামাল হায়দার, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. সৈয়দ সফিউল্লাহ, মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, কলামিস্ট-সাংবাদিক কাজী সিরাজ, শহীদ আসাদ পরিষদের সভাপতি কমরেড সামসুজ্জ্বমান মিলন। ডা. জাফরুল্লাহ্ চৌধুরী বলেন, মওলানা ভাসানীকে ইতিহাস থেকে মুছে ফেলার চক্রান্তে ৫ম ও ৮ম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে মজলুম নেতার জীবনী প্রত্যাহার করা হয়েছে।

অবিলম্বে পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, মওলানা ভাসানীর জীবনাদর্শ কোমলমতি ছাত্র/ছাত্রীদের চরিত্র গঠনে সহায়ক হবে।

মোস্তফা জামাল হায়দার বলেন, ১১ দফা আন্দোলন শুরু হলে '৬৯-এর ২০ জানুয়ারি পুলিশের গুলিতে ছাত্রনেতা আসাদ শহীদ হন। আসাদের মৃত্যকে কেন্দ্র করে সারা দেশে ছাত্র- জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং এই ছাত্র আন্দোলন ধীরে ধীরে গণআন্দোলনে রূপ নেয়। মওলানা ভাসানী সভা, সমাবেশ বিবৃতি রাজপথে জ্বালাও-পোড়াও-এর মাধ্যমে এই গণআন্দোলনকে বেগবান করে তোলেন। শহীদ আসাদের আত্দদানের মধ্যদিয়েই আমাদের স্বাধিকার আন্দোলন ত্বরান্বিত হয়েছে।

ড. জসীম উদ্দিন আহমদ বলেন, পাকিস্তান প্রতিষ্ঠার পরেই মওলানা ভাসানী বুঝতে পেরেছিলেন পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে থাকা সম্ভব নয়। তাই ১৯৫৭ সালে কাগমারী সম্মেলনে তিনিই প্রথম স্বাধীনতার কথা উচ্চারণ করেছেন। শেখ রফিকুল ইসলাম বাবলু মওলানা ভাসানীকে যথাযথ মর্যাদা দিয়ে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টার সাংবিধানিক স্বীকৃতি প্রদানের জোর দাবি জানান।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.