আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী সূচক

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়ে লেনদেন চলছে।

লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক একটানা বাড়তে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ৫৫ পয়েন্ট, ১০টা ৫০ মিনিটে সূচক ৫৮ পয়েন্ট বৃদ্ধি পায়। বেলা ১১টায় ডিএসইএক্স সূচক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৭৬১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করে ১ হাজার ৬৭৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক প্রায় ১১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯৮৭ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে ১৯৭টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৫৮ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৩৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বৃদ্ধি পেয়েছে ১৯৭টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ১০০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৩৩৪ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৭০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১২ হাজার ৩৫৯ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে অবস্থান করে।

এ সময় পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে মোট ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।