আমাদের কথা খুঁজে নিন

   

বেহুদা ইজতিমা

আমি একজন পর্যটন কর্মী। বেড়াতে, বেড়ানোর উৎসাহ দিতে এবং বেড়ানোর আয়োজন করতে ভালোবাসি।



যে দেশের মানুষের ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের অধিকার প্রতিষ্ঠার জন্য মস্তান ভাড়া করতে হয়, হিন্দি সিরিয়ালে মগ্ন সকাল দুপুর, বলিউডের সিনামা মুক্তির আগে দেখার জন্য প্রস্তুত করা হয়।

জীবিকা নির্বাহের খরচা মেটানোর জন্য শরীর বেচতে হয়, বসের মনোরঞ্জনের জন্য মিথ্যা-সত্য মিলিয়ে হাত কচলাতে হয়, দলীয় আনুগত্য ঠিক রাখার জন্য সত্য-মিথ্যা মিলিয়ে লিখতে ও বলতে হয়।

এবং রাজনীতিবিদদের ষণ্ডামি আর পেশির কাছে পোষ মানতে বাধ্য হয় মানবিক ইচ্ছা, অভিলাষ এবং জীবন বাঁচানোর জন্য দিনের পর দিন সইতে হয় অসহ্য অত্যাচর, সেই দেশে বিশ্ব ইজতিমার কোনো গুরুত্ব নাই।

বেহুদা এই ইজতিমা। এ অপচয় এবং ফাও কান্দন বন্ধ করন দরকার। কসম করে কইছি- এ কান্দন পরকালের মুক্তি দিতে পারবো না। ব্যক্তিগত সততা, পরিবারিক ন্যায্যতা , সমাজিক ইনকসাফ এবং রাষ্ট্রী প্রতিহিংসা বন্ধ না হলে এই সব এবাদত বন্দেগি বৃথা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।