আমাদের কথা খুঁজে নিন

   

হুদা সাহেবের বেহুদা কথা

তারুণ্যের শক্তিতে জাগুন এই দেশ। ছিনিয়ে আনুক নতুন সকাল নাজমুল হুদা যিনি আগে থেকেই বেহুদা নামে পরিচিত, তিনি নিজের দলের কাছে একটি ফর্মুলা দিয়েছেন। আর হুমকী দিয়েছেন, তার কথা যদি দল না মানে তাহলে তিনি পদত্যাগ করবেন। (তার মানে নিজের পা কেটে ফেলবেন?) তিনি তার নেত্রীকে পরামর্শ দিয়েছেন সংলাপে বসার প্রস্তাব দিতে। কিন্তু মুস্কিল হলো তিনি নিজেও যানেন না তার নেত্রী সেটা মানবেন কিনা/ হুদা সাহেব নানা কারণেই তার নিজের দলের মধ্যে বিতর্কিত।

আর এই বিতর্কিত নেতার বক্তব্য দল মানবে না সেটা নিশ্চিত করেই বলা যায়। আসলে বেহুদা সাহেব দলের একটা গ্যাপ পূরণ করতে চাইছেন, সেটা হলো সালাউদ্দিন কাদের চৌধুরির গ্যাপ। কারণ সাকা চৌধুরি নানা রকম ফাউল কথা বলেও দলের মধ্যে ছিলেন এই ফাউল কথার কারণেই দল তাকে জায়গা দিয়েছিল্। এখনতো সাকা চৌধুরির দিন খারাপ আর বিএনপিতে সাকা চৌধুরির জায়গাটি ফাকা-- অতএব বেহুদা সেই জায়গা দখল করতে চাইছে। সংবাদপত্রের শিরোনাম হওয়া ছাড়া এই ধরনের মন্তব্যের আর কোনো উদ্দেশ্য নেই।

অতএব এটি যে হুদা সাহেবের বেহুদা কথা তা নিশ্চিত করেই বলা যায়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।