আমাদের কথা খুঁজে নিন

   

অস্থির আমি ?

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি

ইদানিং যেনো আমার কি হয়েছে খুব অস্থিরতা অনুভব করছি মনে হচ্ছে শরীরের মধ্যে বোধহয় অস্থিরতার বীজ বপন করে দিয়েছে কেউ আর এই বীজটা ধীরে ধীরে বেড়ে উঠছে । কোন কাজ মনঃসংযোগ সহকারে করতে পারিনা । কাজ করছি করছি দিলাম হঠাৎ করে কাজের ফাঁকে কাজ বন্ধ করে চুপচাপ বসে থাকি , পরে আবার ওই কাজ করতে গেলে আবার অনেক সময় লেগে যায় ।

আজকে যেমন শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে আর অফিসে যাওয়া হইনি , কিন্তু আমি জানি আমি নামে মাত্র অসুস্থ তারপরও গেলাম না এই অস্থিরভাবের কারনে । সারাটা সকাল শুধু বিছানাতে গড়াগড়ি খেলাম , তারপর মনে হল বাসাতে কিছু কাজ বাকি আছে ওইগুলো সেরে ফেলি গা ঝারা দিয়ে একলাফে বিছানা থেকে উঠে পড়লাম , হাতমুখ ধুয়ে চিন্তা করলাম অনেকদিন বাজারে যাওয়া হয়না আজকে বাজার করতে যাই ।

বাজারের জন্য কাপড় চোপড় পড়লাম পরে কি মনে করে কাপড় আবার খুলে ফেললাম , মনে মনে যুক্তি দিলাম আজকের চেয়ে শুক্রবার যাই ।

তারপর ভাবলাম অন্য কাজগুলা শেষ করি , প্রথমে আমার গুপ্তধন মানে আমার বই এর ভাণ্ডার ধরলাম অনেকদিন পরিস্কার করা হয়না ময়লার আস্তর পরে গেছে বইগুলোর উপর , বুকশেলফ থেকে অতি উৎসাহে বই গুলা নামালাম দুই কি তিনটা বই পরিস্কারের পর শুরু হল হাঁচি ধুর পরে করবো বাদ দিয়ে দিলাম পরিস্কারের কাজ । ওইদিকে বইগুলা এখন নিচে পরে আছে ভয়ে আছি এতো বই আবার কষ্ট করে বুকশেলফ এ তোলা লাগবে ।

একখানা বই নিলাম কিছুদিন আগে কেনা , ১ পাতা পড়ার পর হাই তুলতে লাগলাম । কিযে অবস্থা জীবনে এতো বই পড়লাম আর ইদানিং এক পাতা পরতে গেলে হাই উঠে আসে কি আর করা ।

বসলাম একটা ছবি দেখার জন্য , কিছুদিন আগে কাকাবাবু সিরিজের একটা ছবি এনেছিলাম “ মিশর রহস্য “ ১০ মিনিট দেখার পর আবার অস্থির দিলাম বন্ধ করে ছবি ।

কিছুক্ষণ নেট এ ব্রাঊজিং করলাম তাও দেখছি ভালো লাগছে না । ছারলাম টেলিভিশন , চ্যানেল অনর্থক খালি পরিবর্তন করছি কি দেখবো একটা অনুষ্ঠানের ২ মিনিট দেখি তো আর একটার ১ মিনিট এভাবে প্রায় ২০ মিনিট পরে দিলাম টিভি বন্ধ করে ।

চিন্তা করলাম আবার ব্যাক টু দি প্যাভিলিয়ন এ যাওয়া ভালো যা ভাবা তাই কাজ বিছানাতে এসে শুয়ে পড়লাম ।

তারপরও অস্থির লাগছে কিযে করি ?




অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।