আমাদের কথা খুঁজে নিন

   

অস্থির সময়

Disclaimer: All writtings contain severe spelling errors. নিজ গুনে ক্ষমা করে পড়বেন।

কেমন একটা অবস্থার মধ্যে দিয়ে যেন চলেছি । এই লেখাটা সেই কবে থেকে কয়েক লাইন লিখে রেখে দিয়েছিলাম , শেষ আর করতেই পারছিলাম না। সময় . . সময় . . নাহ, সবসময় যে সময় পাচ্ছিনা তা নয়! মনটাও যেন পাচ্ছিনা ঠিকভাবে। টুকরো টুকরো মন এদিক যায়, ওদিক যায়।

বুঝিয়ে সুঝিয়ে এক জায়গাতে এনে গুছিয়ে রাখি , একদিকে সামলাই তো ওদিকে পিছলায়। কি যে করি? ! সপ্ন দেখার সেই পুরোনো অসুখটা ফিরে ফিরে আসছে আবার মাঝে মাঝে। সেই সব আবিরের মত মিষ্টি গন্ধে ভরা সপ্ন। শিউলি ফুলটার মতো হালকা কমলা রঙের সপ্ন। আকাশের ভেজা মেঘের মতো ভেসে বেরানো সপ্ন . . . যাহ ভরায় মন কে , ভার বারায় না।

কি থাকে সেই সব স্বপ্নে , কেই বা থেকে? কেও কি থাকে ! . . . না। হইতো থাকে না, একান্ত ভাবে সেসব সপ্ন কাওকে ঘিরে দেখা নয় . . . কোনো আকাশকুসুম কল্পনা কে সত্যি হতে দেখা, কোনো এক আরশি নগরে সারাটিদিন, রাত ছুটে বেরানো, কোনো অচিন পাখির ডানাতে সুদূর পারি, কোনো পাহারিয়া পথে হিমেল কুয়াশা, কোনো সমুদ্রনীল সন্ধায় একটা দুটো করে জলে ওঠা তারার দিকে তাকিয়ে দিকশুন্ন্য পুরের বাঁশি শোনা . . . এমন এসব পদ্দ পাতার উপরে ঝরতে থাকা বৃস্টি ধারার মত সপ্ন। এই এল , এই গেল। কোথায় হারালো! হারাক। ক্ষতি নেই, যে মাধুর্য রেখে যায় ওরা, চেতনা ভরে থাকে ছন্দগন্ধে।

ইচ্ছে করে মাঘের অন্তরঙ্গ একটা দুপুরে, ক্লান্তি মেখে কোনো একটা প্রিয় কোলে মাথা রেখে ছোটো বাচ্চার মত গুটি শুটি মেরে ঘুমিয়ে থাকি। খুব ইছে করে একটা ঘুম পারানি গানের সুর বেজে উঠুক কানে। রোদে পুরা যাওয়া উঠোনে দারিয়ে থাকা কাকটার দিকে তাকিয়ে থাকতে থাকতে প্রিয় কোলটার ছায়ায় সমস্ত চিন্তা চেতোনা উজার করে দিয়ে বলতে ইছে করে - একটা অরন্নে আমি যদি একলা নির্ভুল জীবন কাটাতে চাই তুই কি আমায় ছায়া দিবি দেব্দারু? - ৩১ কার্তিক, ১৪১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।