আমাদের কথা খুঁজে নিন

   

ভিন্নধর্মী ডেটিং অ্যাপ ‘ডিলাইটফুল’

এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল জানিয়েছে, ভিন্ন ধারণাভিত্তিক ডিলাইটফুল অ্যাপটি অ্যাপস্টোরে এসেছে বৃহস্পতিবার।

মাত্র দুই ঘন্টার মধ্যেও আকর্ষণীয় ডেটের পরিকল্পনায় সহযোগিতা করতে পারবে এ অ্যাপটি। অ্যাপের ব্যবহারকারিদের শুধু অ্যাপটির মাধ্যমে জানাতে হবে কী রকম ডেট তারা চাচ্ছেন এবং সে সংক্রান্ত খরচ অ্যাপের মাধ্যমেই দিয়ে দিতে হবে। বাকিটুকু আয়োজন করে প্রস্তুত করে রাখবে ডিলাইটফুল। ডেট বুক করার পরে ডিলাইটফুল গাড়ির ব্যবস্থা থেকে শুরু করে লোকাল রেস্টুরেন্টে বিনামূল্যে ভিআইপি টেবিল রিজার্ভ, ৩৮ ডলারে বাইকে ভ্রমণ, ৩৮০ ডলারে বেলুন ভ্রমনসহ এরকম আরও অনেক সেবা দিতে সক্ষম বলে প্রতিবেদনে জানিয়েছে ম্যাশএবল।

সেবার ধরনের উপর তাদের চার্জের পরিমাণ নির্ধারিত হবে।

নিজেদের সেবা ও অ্যাপ প্রসঙ্গে ডিলাইটফুলের সহ-প্রতিষ্ঠাতা ক্রিস লিং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তারা সিঙ্গল এবং কাপলদের কাছ থেকে জেনেছেন ডেটের পরিকল্পনা করাটা বেচশ ঝামেলাপূর্ণ, আর তাই তারা মাঝে মধ্যেই কোনো  গড়পরতা ডেটের পরিকল্পনা করেন। ডিলাইটফুল তাতে পরিবর্তন নিয়ে আসবে। প্রথম এক মাস বিনামূল্যে অ্যাপটি ব্যবহারের সুযোগ রয়েছে। তারপরে ব্যবহারকারীরা সেবাটি ব্যবহার করতে চাইলে প্রতিমাসে ১২ ডলার করে সদস্য ভাতা দিতে হবে।

সাত দিন ২৪ ঘন্টার এ ডেটিং অ্যাপের সেবাটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের স্যান ফ্রন্সিসকো বে এলাকাটির বাসিন্দাদের জন্য শুরু করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে অন্যান্য শহরেও সেবাটি শুরু করবেন তারা।

ডিলাইটফুল অ্যপটি বিনামূল্যে আইওএস এর জন্য আইটিউনস থেকে ডাইনলোড করা যাবে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহারকারীরা সাইন আপ করে ডেট বুক করতে পারবেন।




সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.