আমাদের কথা খুঁজে নিন

   

বার্সা ঝড়ে উড়ে গেল মালাগা

গতকাল রবিবার লা লিগায় মালাগার বিরুদ্ধে বার্সা একেবারেই একতরফা খেলা খেললো৷ কোনো প্রতিরোধ নেই, শুধুই আক্রমণ৷ এভাবেই এদিন মালাগার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে লিগ টেবিলের শীর্ষেই বার্সা৷

এদিন বার্সা কোচ জেরার্দো মার্টিনো ৪-৩-৩ ছকে দল নামিয়েছিলেন৷ আক্রমণে স্যাঞ্চেজ, পেড্রোর সঙ্গে ছিলেন মেসি৷ প্রথমার্ধের কুড়ি মিনিটে দু’বার মালাগার আক্রমণ ছিল কিন্তু তারপর থেকেই ঘরের মাঠে ধীরে ধীরে নিজেদের দখলে ম্যাচটিকে নিয়ে নেন জেরার্দো মার্টিনোর র ছেলেরা৷ এরপর পুরো ম্যাচটাই ছিল বার্সাময়৷ দু’টি বিক্ষিপ্ত সুযোগ ছাড়া পিকেদের বিব্রত করতে পারেননি মালাগার ফুটবলাররা৷

মেসি ঝড়ে এই সময় নাজেহাল হয়ে ওঠে মালাবার রক্ষণের ফুটবলাররা৷ একের পর এক আক্রমণে ক্রমশ নাজেহাল হয়ে যান তারা৷ ৩৮ মিনিটে মেসি-ড্যানি আলভেজের বোঝাপড়ায় গোলের সুযোগ পেয়ে গিয়েছিল বার্সা৷ কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তারা৷ এর দু’মিনিটের মাথায় কর্নার থেকে ভেসে আসা বল বক্সের ভিতর নামিয়ে গোল করে দলকে প্রথম এগিয়ে দেন পিকে৷ প্রথমার্ধে ১-০ এগিয়ে থেকেই খেলা শেষ করেন জর্ডি আলবারা৷

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর মালাগাকে ম্যাচে ফেরারই জায়গা দেননি জেরার্ড পিকেরা৷ ম্যাচের ৫১ মিনিটে পেড্রো গোল করে ব্যবধান বাড়ান৷ ম্যাচের ৬১ মিনিটে বার্সার তৃতীয় গোলটির ক্ষেত্রেও মেসির অবদান কম নয়৷ মাঝমাঠ থেকে টেনে নিয়ে গিয়ে তিনি বক্সের মধ্যে পাস দেন পেড্রোকে৷ পেড্রো ছোট্ট ওয়াল খেলে সানচেজকে সেই পাস বাড়ালে তিনি শটে গোল করেন৷

উল্লেখ্য, লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ২১ ম্যাচে ৫৪ পয়েন্ট৷ সম সংখ্যক পয়েন্ট পেলেও অ্যাথলেটিকও মাদ্রিদ গোলের গড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।