আমাদের কথা খুঁজে নিন

   

কমলগঞ্জে একরাতে ৮ দোকানে চুরি

গতকাল গভীর রাতে কমলগঞ্জ উপজেলায় একই রাতে ৮টি দোকানে চুরি সংঘঠিত হয়েছে। 

এলাকাবাসি জানায়, কমলগঞ্জ-শমশেরনগর প্রধান সড়কের প্রায় সাড়ে ৩ কিঃমিঃ এলাকার মধ্যে এক রাতেই ধান ব্যবসা, ষ্টেশনারী, ফার্নিসার ও টেইলারিং-এর ৮টি দোকান কোটার তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরদল, তবে কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন ভাই ভাই সেৌখিন ফার্নিচার শো-রুমের তালা ভাঙ্গলেও কোন মালামাল নেয়নি।

অপরদিকে জালালীয়া এলাকার হাজী দুরুদ আলী ও রব মিয়ার ধানের দোকান, সাগর টেইলার্স-এর তালা ভেঙ্গে ধান ব্যবসায়ী রব মিয়ার দোকান থেকে ১৭ বস্তা ধান, নগদ ৪ হাজার তিনশ টাকা, দুটি ধান মাপার পাথর ও দরুদ মিয়ার দোকান থেকে ১৬ বস্তা ধান নিয়ে যায়।

এছাড়া কামুদপুর এলাকার ভাই ভাই স্টোর থেকে নগদ এক হাজার সাতশত টাকা, ৩৭শ টাকার লোডসহ ফেক্সিলোডের ২টি মোবাইল, মিম এন্ড মিলি ভেরাইটিজ স্টোর থেকে একটি মোবাইল নগদ ৪ হাজার টাকা নিয়ে যায়।

একই এলাকার সালাউদ্দিনের ধানের দোকান ও হাবিব ট্রেভেলস্-এর তালা ভাঙ্গা হলেও এ দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোন মালামাল নেয়নি।

কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.