আমাদের কথা খুঁজে নিন

   

কমলগঞ্জে এলজিইডির ২৫টি গাছ কেটে নিয়েছে দুবৃর্ত্তরা

কমলগঞ্জ উপজেলার স্থানীয় সরকার প্রকেৌশল বিভাগের (এলজিইডি) রাস্তা থেকে রোপনকৃত ৫০ হাজার টাকা মুল্যমানের ২৫টি আকাশমনি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা।  

আজ ভোর রাতে রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলজিইডি সুত্র জানায়, কমলগঞ্জ উপজেলা এলজিইডি বিভাগের  আওতাধিন রহিমপুর ইউনিয়নের বাবুর বাজার-দেওড়াছড়া রাস্তাটি থেকে গত ২/৩ বছর আগে বন বিভাগের সহযোগীতায় কয়েকশত আকাশ মনি গাছ রোপন করা হয়। রোপনকৃত গাছগুলো গত ৩ বছরে বেশ বড় হয়ে উঠেছে। আজ ভোর রাতে কে বা কারা দেওড়াছড়া নামক স্থানে থেকে এক সাথে ২৫টি গাছ কেটে নিয়ে গেছে। এতে করে এলজিইডি বিভাগ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী গোলাম মহিউদ্দিন চৌধুরী জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হবে। 

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.