আমাদের কথা খুঁজে নিন

   

এসএসসি পরীক্ষা-২০১৪

অনুবাদ (১টির উত্তর দিতে হবে): নম্বর : ৫

1. We should bear ... search its goal. 
2. Water is another important ........... we may be sick.
3. A good teacher is................. valuable inside him. 
4. Early rising is....................... healthy and delightful. 
5. A student is a learner................... loves his parents.     
 6. Honesty is a noble virtue............. is the best policy.    
7. The life of a student .................. peace and prosperity? 
8. Man is the architect  time of life. 
 9. A newspaper is a .....is unthinkable. 
10. Books are men’s.....stay with you. 

ভাবসম্প্র্রসারণ (১টি দিতে হবে) : নম্বর : ১০

১. চরিত্র মানব-জীবনের মুকুটস্বরূপ।

অথবা, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।

২. মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে। অথবা, ভোগে নয়, ত্যাগেই প্রকৃত সুখ।

৩. আত্দশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।

অথবা

গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন..... ধন হলে প্রয়োজন।

৪. স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।

৫. সুজনে সুযশ গায়_ সুরব নাশিয়া।

৬. উত্তম নিশ্চিন্তে...............চলেন তফাতে।

৭. আলো বলে,................ তুমি আলো।

৮. অন্যায় যে করে_ তৃণ সম দহে।

৯. কালো আর ধলো_ সমান রাঙ্গা। অথবা

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।

১০. মেঘ দেখে কেউ করিসনে ভয়............ অন্ধকারেই ফিরে আসে।

সারমর্ম ও সারাংশ (১টি দিতে হবে) : নম্বর : ১০

সারমর্ম :

১. একদা ছিল না জুতা..........দুঃখ থাকে কতক্ষণ।

২. শৈশবে সদুপদেশ যাহার না রোচে.......আসিলে ফিরে?

৩. বসুমতি! কেন তুমি এতই .... একেবারে ছাড়ে।

৪. পরের মুখে শেখা বুলি................ কোথাও পাবি না রে।

৫. বিশ্বজোড়া পাঠশালা মোর......নেই দ্বিধা লেশ মাত্র।

৬. হে দারিদ্র্য! তুমি মোরে......হেরি মম কল্পোলোক! ৭. বহু দিন ধরে বহু ক্রোশ............একটি শিশিরবিন্দু।

৮. এসেছে নতুন শিশু..... আমার দৃঢ় অঙ্গীকার।

৯. সার্থক জনম আমার জন্মেছি.....নয়ন শেষে।

১০. কোথায় স্বর্গ................ কুঁড়ে ঘরে।

সারাংশ/ভাব-সংকোচন :

১. কিসে মর্যাদা হয়?......অবজ্ঞায় বলব-যাও।

২. সত্য ওজন দরে বা গজের... তাঁহারাই দীপ্যমান।

৩. অভাব আছে বলিয়াই......... দুঃখ আমাদের বন্ধু।

৪. অভ্যাস এক ভয়ানক..........সব পণ্ড হবে।

৫. ক্রোধ মানুষের পরম..........কৃতকার্য হয় না।

৬. মানুষের মূল্য কোথায়?... চরিত্রবান মানে এই।

৭. তুমি জীবনকে সার্থক..... সুন্দর হইয়া উঠিবে।

৮. প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে...উন্মেচিত হবে না।

৯. মাতৃস্নেহের তুলনা নাই ....রক্ষা করিতে ব্যপ্ত হয়।

১০. বিদ্যা মানুষের মূল্যবান ... সম্পদ নষ্ট হতে পারে।

ব্যক্তিগত পত্র/আবেদনপত্র/সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র/ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত পত্র/নিমন্ত্রণ পত্র/ মানপত্র (একটি দিতে হবে) : নম্বর : ৫

ব্যক্তিগতপত্র :

১. এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে প্রবাসী বাঙালি বন্ধুর কাছে চিঠি লেখ।

২. তোমার দেখা বিজ্ঞানমেলার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি পত্র লেখ।

৩. বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে একটি পত্র লেখ।

৪. সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করে ছোট ভাইকে একটি পত্র লেখ।

৫. তোমার দেখা একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখ।

৬. মহানগরীর পরিবেশ দূষণ নিয়ে একটি পত্র লেখ।

৭. তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লেখ।

৮. পঠিত গ্রন্থ সম্পর্কে মতামত দিয়ে বন্ধুকে চিঠি।

৯. বিদ্যালয়ের শেষদিনের ক্লাসের অনুভূতি ব্যক্ত করে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।

আবেদনপত্র :

১. তোমাদের ক্লাবের সমাজ উন্নয়নমূলক কাজের জন্য অর্থ সাহায্য চেয়ে জেলাপ্রশাসকের নিকট আবেদনপত্র লেখ।

২. তোমার এলাকায় বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখ।

৩. লোডশেডিং নিরসনকল্পে বিদ্যুৎ সরবরাহের জনং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে একটি পত্র লেখ।

৪. তোমার এলাকায় ডাকঘর স্থাপনের জন্য ঊধর্্বতন কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র লেখ।

৫. একটি নলকূপ স্থাপনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদনপত্র লেখ।

৬. তোমাদের এলাকায় একটি 'দাতব্য চিকিৎসালয়' স্থাপনের প্রয়োজন'_ এ মর্মে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি আবেদনপত্র লেখ।

৭. মশার উপদ্রব নিরসনের জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে আবেদনপত্র লেখ।

৮. শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।

৯. তোমাদের ইউনিয়নে একটি পাঠাগার স্থাপনের জন্য তোমার জেলার ডেপুটি কমিশনার সাহেবের নিকট একখানি পত্র লেখ।

সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র :

১. নিরক্ষরতা দূরীকরণে যুবসমাজকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লেখ।

২. 'পরিচ্ছন্নতা সপ্তাহ' পালন করার অত্যাবশ্যকতা প্রমাণ করে দৈনিক খবরের কাগজে প্রকাশের উপযোগী একটি নাতিদীর্ঘ পত্র লেখ।

৩. তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি পত্র লেখ।

৪. মাদকাসক্তির কুফল সম্পর্কে সতর্ক করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লেখ।

৫. তোমাদের এলাকায় একটি 'দাতব্য চিকিৎসালয়' স্থাপনের প্রয়োজন, এ মর্মে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা কর।

৬. দেশের বর্তমান যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের উপায় সম্পর্কে তোমার মতামত সংবাদপত্রে প্রকাশের জন্য একটি চিঠি লিখ।

৭. ডাকঘর সংস্কারের আবেদন জানিয়ে সংবাদপত্রে চিঠি লেখ।

৮. ঢাকায় যানযট নিরসনের জন্য মতামত জানিয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লেখ। [চলবে]

ব্যবসা/বাণিজ্যসংক্রান্ত পত্র :

১. তোমার প্রয়োজনীয় বই এসএ পরিবহনে প্রেরণের অনুরোধ জানিয়ে কোনো পুস্তক-ব্যবসায়ীর নিকট পত্র লেখ।

নিমন্ত্রণপত্র :

১. তোমার বিদ্যালয়ে 'শিক্ষা সপ্তাহ' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের কর্মসূচিসহ নিমন্ত্রণপত্র রচনা কর।

২. তোমার বড় বোনের বিয়ে উপলক্ষে একটি নিমন্ত্রণপত্র রচনা কর।

৩. স্থানীয় একটি ফুটবল দলকে ফুটবল প্রতিযোগিতায় আহ্বান করে একটি পত্র রচনা কর।

মানপত্র :

১. তোমার স্কুলের কোন শিক্ষকের বিদায় উপলক্ষে বিদায়-সংবর্ধনাপত্র রচনা কর।

২. তোমাদের বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে মানপত্র রচনা কর।

৩. তোমাদের স্কুলে কোন বিখ্যাত/বিশিষ্ট ব্যক্তির আগমন উপলক্ষে একটি অভিনন্দনপত্র রচনা কর।

প্রবন্ধ রচনা কর (একটি দিতে হবে) : নম্বর : ২০

১. বিজ্ঞান ও আধুনিক জীবন/কৃষিক্ষেত্রে বিজ্ঞানের অবদান/ কম্পিউটার : এক পরম বিস্ময়/ ২. সড়ক দুর্ঘটনা ও তার প্রতিকার ৩. পরিবেশ দূষণ ও তার প্রতিকার / জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশে এর প্রভাব ৪. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য / স্বদেশপ্রেম ৫. বাংলার লোকসংস্কৃতি/ স্বদেশপ্রেম ৬. জাতীয় জীবনে একুশের চেতনা/মুক্তিযদ্ধের চেতনা/ স্বদেশপ্রেম ৭. শ্রমের মর্যাদা/ অধ্যবসায়/সময়ের মূল্য/ছাত্রসমাজের দায়িত্ব ও কর্তব্য ৮. জাতীয় জীবনে সংবাদপত্রের ভূমিকা ৯. মাদকাশক্তি ও তার পরিনাম ১০. তোমার প্রিয় কবি/গল্পকার/নাট্যকার/ লেখক।

 

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.