আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেট ক্ষোভে জ্বলছে দেশের হ্যাকাররা


আইসিসি-র নতুন সংস্কার প্রস্তাব কি আদৌ ক্রিকেটের স্বার্থে, না তাতে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বোর্ডেরই শুধু লাভ হবে? প্রশ্নে তোলপাড় ক্রিকেট বিশ্বে। শুধু তাই নয়, আইসিসি-র এই প্রস্তাব নিয়ে পরিষ্কার দুই মেরুতে ভাগ হয়ে গিয়েছে ক্রিকেট দুনিয়া।
এদিকে ভারত, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বোর্ডের এমন প্রস্তাবে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে দেশের হ্যাকার কমিউনিটিগুলোতে। গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন হ্যাকার গ্রুপের ফেইসবুক গ্রুপ এবং পেইজ ঘুরে দেখা যায়, দেশের ক্রিকেট স্বার্থ বিরোধী এমন প্রস্তাবের বিরুদ্ধে তারা একের পর এক হ্যাক করে যাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিভিন্ন ওয়েবসাইট।
এই প্রস্তাবের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস, এক্সপায়ার সাইবার আর্মি, সাইবার ৭১ এবং বাংলাদেশ সাইবার আর্মি। নতুন গঠিত হওয়া বাংলাদেশ স্ক্রিপ্ট কিডি হ্যাকার গ্রুপকেও ইন্ডিয়ান সাইট হ্যাক করতে দেখা গিয়েছে।
একাধিক হ্যাকার গ্রুপকে তাদের ফেইসবুক গ্রুপের কাভার পিকচার পরিবর্তন করে এই প্রস্তাবের প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে। তবে এ বিষয়ে ভারতের বিরুদ্ধে পরিকল্পিত কোন সাইবার ওয়ার ঘোষণা করা হয়েছে কিনা সে সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি।
 
পূর্বপ্রকাশঃ টেকনোলজি এক্সপ্রেস ওয়েব পোর্টাল (২৬ জানুয়ারি ২০১৪)

সোর্স: http://www.techtunes.com.bd

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.