আমাদের কথা খুঁজে নিন

   

নরেন্দ্র মোদিকে গুজরাটে মুসলিমবিরোধী দাঙ্গা সম্পর্কে গত শনিবার ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এসআইটি



ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসাবাদের পর সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশেষ তদন্ত দলের প্রধান (এসআইটি) আর কে রাঘবন। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেবেন বলে জানান। প্রশ্নোত্তরের বিষয়ে কিছু না জানিয়ে মুখ্যমন্ত্রী মোদি বলেন, তদন্ত কর্মকর্তাদের প্রতি তাঁর আস্থা আছে। নরেন্দ্র মোদিকে গুজরাটে মুসলিমবিরোধী দাঙ্গা সম্পর্কে গত শনিবার ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে এসআইটি। ২০০২ সালে ওই দাঙ্গায় প্রায় দুই হাজার মুসলিম নিহত হয়।

এসআইটির প্রধান রাঘবন গতকাল রোববার বলেন, ‘মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে জিজ্ঞাসাবাদ তদন্তের অগ্রগতির দিকে “একটি বড় ধরনের পদক্ষেপ”। আমরা সন্তুষ্ট। আশা করি, নির্ধারিত ৩০ এপ্রিল বা তার আগেই আদালতে প্রতিবেদন পেশ করতে পারব। ’ তিনি জানান, সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) সাবেক ডিআইজি এ কে মালহোত্রা দুই দফায় মুখ্যমন্ত্রী মোদিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁকে খুব ‘নির্ভার’ দেখাচ্ছিল।

মুখ্যমন্ত্রী তদন্ত কর্মকর্তাদের জানান, এসআইটির প্রতি তাঁর আস্থা আছে। মুখ্যমন্ত্রী মোদিকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে এসআইটি প্রধান রাঘবন বলেন, প্রয়োজনে তাঁকে ডাকার অধিকার এসআইটির রয়েছে। তদন্তে পুরো বিষয়টি উদ্ঘাটনের জন্য মুখ্যমন্ত্রীকে দীর্ঘ সময় ধরে জেরা করা হয় বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী মোদি সাংবাদিকদের বলেন, ‘যা বলার আমি পুরোপুরি বলে দিয়েছি। ভারতের সংবিধান ও আইনের ঊর্ধ্বে কেউ নন।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আমার কাজ শেষ। ’ প্রশ্নোত্তরের ব্যাপারে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে মোদি জানান, জিজ্ঞাসাবাদে তদন্ত দলকে সহায়তা করেছেন তিনি। ২০০২ সালের ২৭ ফেব্রুয়ারি গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডে ৫৯ জন হিন্দু তীর্থযাত্রী নিহত হন। এর জের ধরে গুজরাটে মুসলিমবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে ২৮ ফেব্রুয়ারি কংগ্রেসদলীয় সাবেক সাংসদ এহসান জাফরি নিহত হন।

তাঁর স্ত্রী জাকিয়া জাফরির অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মোদিকে জিজ্ঞাসাবাদ করা হলো। দাঙ্গার জন্য মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে নরেন্দ্র মোদিকে দায়ী করলেও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অন্যতম এই নেতা এবারই প্রথম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন। এএফপি, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.