আমাদের কথা খুঁজে নিন

   

বিমানে এলো রংপুর-৬ উপনির্বাচনের ফল!

সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি (বিমানের) ফ্লাইটেই বিকাল সাড়ে ৩টায় রংপুর-৬ আসনের ফলাফল আনা হলো নির্বাচন কমিশনে। এরপর দ্রুত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টায় রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহাম্মদ এই আসনের উপনির্বাচনে শিরীন শারমিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। এরপরই দ্রুত গেজেট প্রকাশের জন্য বিশেষ ব্যবস্থায় সৈয়দপুর থেকে একটি বিমানে এ নির্বাচনে ফলাফল (রিটার্নিং অফিসারের দেওয়া লিখিত কপি) ঢাকা নির্বাচন কমিশনে আনা হয়। রংপুর জেলা প্রশাসকের নিজস্ব মেসেঞ্জার এই ফলাফল বিমানে এনে কমিশনে পেঁৗছে দেন। এরপরই বিকাল সাড়ে ৪টার দিকে এ আসনের নির্বাচনের ফলাফলের গেজেট আকারে প্রকাশিত হয়। সেই গেজেট অনুযায়ী গতকাল সকালেই এমপি হিসেবে শপথ নেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি শিরীন শারমিন চৌধুরী। এরপর রাতেই দশম সংসদের স্পিকার হিসেবে শপথ পড়ানো হয় শিরীন শারমিনকে।

এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহাম্মদ বলেন, বেলা ১১টায় রংপর-৬ আসনের ফলাফল ঘোষণা করা হয়। এরপর ওই ফলাফলের কপি সৈয়দপুর থেকে একটি ফ্লাইটে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়।

জানা গেছে, ইউনাইটেড এয়ারওয়েজের ফ্লাইটটি নিয়মিত সৈয়দপুর থেকে দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। কিন্তু মঙ্গলবার তা বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে রওনা হয়। আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নবম সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য শিরীন শারমিন দেশের প্রথম নারী স্পিকার হিসেবে সংসদের কর্তৃত্বে আসেন। নোয়াখালীর এই আওয়ামী লীগ নেতা ৫ জানুয়ারির নির্বাচনে সরাসরি অংশ নিতে চাইলেও মনোনয়ন পাননি। এরপর শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি। ওই আসন থেকেই তিনি এবার সংসদে এসেছেন। সংরক্ষিত আসন থেকে এমপি হওয়ার জন্যও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। অতীতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পেরিয়ে যাওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্ব্বীদের নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশের নজির থাকলেও শিরীন শারমিনের ক্ষেত্রে আগেই ব্যবস্থা নিল ইসি। অবশ্য নির্বাচন কমিশনার আবু হাফিজের দাবি, তারা মোটেও 'তড়িঘড়ি' করেননি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.