আমাদের কথা খুঁজে নিন

   

নজিরবিহীন নিরাপত্তায় চট্টগ্রাম আদালত

চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় চট্টগ্রাম আদলতকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আদালতের প্রায় সব প্রবেশপথেই বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। মোড়ে মোড়ে চলছে তল্লাশি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালত ভবন পর্যন্ত এলাকায় বুধবার রাত থেকেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আদালত সংলগ্ন পাহাড়ে থাকা সব উঁচু ভবন ও ফুট ওভারব্রিজের উপরে বৃহস্পতিবার ভোর থেকেই মোতায়েন করা হয়েছে আর্মড পুলিশ।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েণ্টেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নগর পুলিশ সূত্রে জানা গেছে, দশ ট্রাক অস্ত্র মামলার রায়কে ঘিরে বন্দরনগরীতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর থেকে মনিটরিং করা হচ্ছে। নিরাপত্তার ব্যাপারে কোন শৈথিল্য যেন না থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে সিএমপিকে।

পুলিশ সূত্রে জানা গেছে,  নগরীতে এপিবিএন ও সাধারণ পুলিশ মিলিয়ে প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালত ভবন এলাকায় ভোর ৫টা থেকে দশ প্লাটুন অতিরিক্ত ‍পুলিশ দায়িত্ব পালন করছে।

রায়ের পর নাশকতা মোকাবেলায় বিজিবিকেও প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।

এদিকে বুধবার গভীর রাত থেকে আদালত ও কারাগার ঘিরে পুলিশের একাধিক টিম টহল দিয়েছে। র‌্যাবের একাধিক টিমও পুলিশের সঙ্গে টহল দিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালত এলাকায় প্রবেশপথে সবাইকে তল্লাশির পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের গতিবিধি নজরে রাখা হচ্ছে। এছাড়া বিচারিক আদালত চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালত ও এজলাসকে বাড়তি নিরাপত্তার আওতায় আনা হয়েছে।

গত মঙ্গলবার থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে আদালত ভবনে উঠার সড়কে এবং ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা সব অস্থায়ী দোকানপাট।

গত সোমবার রাতে আদালত ভবনের আলামতখানায় এবং রেকর্ড রুমের সামনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.