আমাদের কথা খুঁজে নিন

   

শর্ত দিয়ে সমাবেশ অনুমতি নজিরবিহীন

Click This Link স্টাফ রিপোর্টার: সময়-সীমানা বেঁধে বক্তব্যের রূপরেখা ঠিক করে সমাবেশ করতে ডিএমপি’র দেয়া অনুমতি অগণতান্ত্রিক ও বাস্তবতা বিবর্জিত। রোববার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, কোন সভ্য ও গণতান্ত্রিক দেশে এ ধরনের শর্ত দিয়ে সমাবেশ অনুমতির নজিরবিহীন ঘটনা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিএনপিকে ১১টি শর্ত দিয়ে মহাসমাবেশ করতে রোববার বিকালে অনুমতি দেয়। বিএনপি অনুমতি পেতে আবেদন করেছিল গত ৬ই ফেব্রুয়ারি।

এর মধ্যে সমাবেশের সীমানা বেঁধে দেয়া হয় প্রায় এক কিলোমিটার, সময় দেয়া হয় সাড়ে তিন ঘণ্টা। এছাড়া রাজনৈতিক বক্তব্য ছাড়া মঞ্চকে অন্য কোন কাজে ব্যবহার না করার কথাও চিঠিতে বলে পুলিশ। মির্জা ফখরুল বলেন, সরকার দেশে ভিন্ন আঙ্গিকে একদলীয় শাসন কায়েম করতে চায়, এই চিঠি তার আরেকটি প্রমাণ। সরকার নিজেই ক্ষেত্র তৈরি করে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে নতুন হতে যাওয়া জোটের শরিক ১৬ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন খালেদা।

বৈঠকে মহাসমাবেশ প্রস্তুতি ও নতুন কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা হয়। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, আরএ গনি, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, জমির উদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। রাত ১০টায় বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে বলেন- নতুন জোট ঘোষণা হবে মহাসমাবেশে। জোটনেত্রী এই ঘোষণা দেবেন। মহাসমাবেশ ঘিরে সরকারের পক্ষ থেকে ‘নাশকতা সৃষ্টি হতে পারে’ বলে যেসব বক্তব্য আসছে তার নিন্দা জানিয়ে বিএনপির মুখপাত্র বলেন, “আমরা শঙ্কিত সরকার আমাদের মহাসমাবেশে নিজেরাই নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায় বিএনপির ঘাড়ে চাপাতে চায়।

সরকারকে বলব, এ ধরনের ভয়ঙ্কর খেলা থেকে বিরত থাকুন। এমন বক্তব্য দেবেন না। মহাসমাবেশে কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি করা হলে তার দায় সরকারকেই বহন করতে হবে। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সহসভাপতি সাদেক হোসেন খোকা উপস্থিত ছিলেন। ওদিকে সমপ্রসারিত নতুন জোটের ঘোষণাপত্র স্বাক্ষর হয়নি।

গতরাতে এ ঘোষণাপত্র স্বাক্ষর হওয়ার কথা ছিল। তবে আজ মহাসমাবেশে জোট সমপ্রসারণের ঘোষণা দেবেন খালেদা জিয়া। পরে সংবাদ সম্মেলন করে ঘোষণাপত্র পাঠ করা হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।