আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ ক্ষমা আইন পাস ইউক্রেনে

আন্দোলন চলার সময় গ্রেফতার হওয়া বিক্ষোভকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করে আইন পাস হয়েছে ইউক্রেনে। গতরাতে দেশটির পার্লামেন্টে এক ভোটাভুটিতে এই আইন পাস হয়।

তবে সাধারণ ক্ষমা পেতে হলে সম্প্রতি আন্দোলনের সময় দখল করা সরকারি ভবনগুলো ছেড়ে দিতে হবে বিক্ষোভকারীদের। একইসঙ্গের রাস্তার ব্যারিকেডও তুলে দিতে হবে তাদের।

বিদ্রোহীরা এসব শর্তে রাজি হলে ১৫ দিনের মধ্যে তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে বলা হয়েছে।

এদিকে এই শর্তে নাখোশ হয়ে বিরোধী দল এই আইন পাসে ভোট দেয়া থেকে বিরত ছিল। ২৩২ জন এই আইনের পক্ষে ভোট দেয়। তবে বিরোধী দলের ১৭৩ জন ভোট দেওয়া থেকে বিরত ছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.