আমাদের কথা খুঁজে নিন

   

হাজার গুণ গতির ৫জি আনছে কোরিয়া

এক প্রতিবেদনে প্রযুক্তিসংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল জানিয়েছে, ২০২০ সাল নাগাদ বিশ্বে ইন্টারনেট ট্রাফিক অনেক বেড়ে যাবে। তখন ফাইভজি প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেট ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। অনলাইনে তথ্য আদান-প্রদানের গতিও এখনকার চেয়ে কয়েকগুণ বাড়বে। এতে আটশ’ মেগাবাইট সাইজের একটি সিনেমা ডাউনলোড করতে সময় লাগবে এক সেকেন্ড।
২০১৭ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় পরীক্ষামূলক পঞ্চম প্রজন্মের ইন্টারনেট চালুর কথা রয়েছে।


২০২০ সাল থেকে পুরোদমে ফাইভজি ইন্টারনেটের বাণিজ্যিক সেবা চালু হবে।
এ সম্পর্কে কোরিয়ার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণায়য়ের সূদূরপ্রসারী পরিকল্পনার কথা জানিয়েছে ম্যাশএবল। এ প্রকল্পে ১৫০ কোটি ডলার বিনিয়োগ থেকে (২০২০-২০২৬) সাল নাগাদ ৩১ হাজার কোটি ডলার আয়ের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া সরকার।
কোরিয়ার শীর্ষস্থানীয় দুটি স্মার্টফোন নির্মাতা স্যামসাং ও এলজি এ প্রকল্পে সহায়তা করার কথা রয়েছে। এছাড়া স্থানীয় এসকে টেলিকম ও কোরিয়া টেলিকম তাদের সঙ্গে কাজ করবে।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.