আমাদের কথা খুঁজে নিন

   

কালের গর্ভে ‍মিশে যাবে আমার ভালোবাসা

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩। ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। কালের গর্ভে ‍মিশে যাবে আমার ভালোবাসা, ভালোবাসার পদাবলী, পাঁপড়ি, রেণু, তলিয়ে যাবে পুলক, আলোক, হৃদয়ের আম্বাদ, যত হিংসা, দ্বেষ , প্রীতি সম্প্রীতি আর বিবাদ, কালের গভেু মিশে যাবে আমার শীতরাত্রির ঘুমের আমেজ, অলস তন্দ্রা, ফুলের ঘ্রাণ, আমার শ্বাস, গন্ধ, মিশে যাবে খইফোটা ভালোবাসার মুধুর-মুহুর্ত, সব মিশে গেলে পর শূন্য পড়ে রবো আমি, আর নতুন সঞ্চয়ের জন্য হাত বাড়াবো আবার, মহাকাল মাতার কাছে : আবার আমি শিশুর মতোন কেঁদে কেঁদে বুক ভাসাবো, ‘আমাকে ভালোবাসা দাও, আমাকে শান্তি দাও, আমাকে ঐশ্বর্য দাও, আমাকে বিত্ত দাও হে মাতা, আমাকে দাও...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।