আমাদের কথা খুঁজে নিন

   

একটি শীতাধিক্য নিশুতি রজনী

শিক্ষা আনে চেতনা , চেতনা ঘটায় বিপ্লব আর বিপ্লব দেয় মুক্তি

একটি শীতাধিক্য নিশুতি রজনী
চতুর্দিক শুনশান পরিমণ্ডল ,
শ্মশানের নিস্তব্দতা বিরাজমান ,
কনকনে শীতল হাওয়া বহমান ,
খনে খনে ঠাণ্ডায় অস্থি মজ্জা কেপে উঠছে

টিনের চালের উপর ,
কিছু শুকনো পাতা খসে পড়ার শব্দ ,
গোয়াল ঘরে গরু ডাকছে ,
তীব্র শীতের প্রকোপে,
নির্বাক প্রানির বোবা কান্না ।

দক্ষিণামুখী জানালাখানি ,
কপাটখানি তার ভাঙ্গা ,
ঠাণ্ডা হিমশীতল হাওয়া ঢুকছে ,
আমি শুয়ে আছি নড়বরে চৌকিতে ,
ছিঁড়া কাঁথা গায়ে ,
তাকিয়ে আছি ভাঙ্গা জানালা দিয়ে ,
আকাশ পানে চেয়ে ,
দেখছি আকাশ তারার আলোতে আলোকময় ,
এত নক্ষত্ররাজির খেলা,
এত তারার মেলা,
সঙ্গি হই কোন তারার ,
তারপর তারা হয়ে অনন্তকাল বিচরন করি ,
সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে,
কত সুন্দর রঙ্গিন এই বিশাল ব্রহ্মাণ্ড ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.